শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ ০০:০০ টা

১ আগস্ট থেকে জলপাইগুড়ি-চিলাহাটি রুটে চলবে ভারতীয় পণ্যবাহী ট্রেন

নীলফামারী প্রতিনিধি

করোনার প্রাদুর্ভাব ও ইমিগ্রেশনসহ নানা জটিলতায় থমকে থাকা ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের চিলাহাটি রেল যোগাযোগ অবশেষে চালু হতে যাচ্ছে। আগামী ১ আগস্ট পণ্যবাহী ট্রেন চলাচল নিশ্চিত করতে গতকাল ভারতীয় দুটি রেল ইঞ্জিন এ রেলপথে ট্রায়াল করে। গতকাল ভারতের নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে দুটি ইঞ্জিন নিয়ে চারজন ড্রাইভার ও চারজন গার্ডসহ মোট ১২ জনের একটি দল দুপুর ১২টা ৩৮ মিনিটে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে এসে পৌঁছায়। এ সময় বাংলাদেশ রেলওয়ের চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল ইসলাম তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে ভারতীয় সব ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে দুপুর ১টা ৫৮ মিনিটে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ইঞ্জিন দুটি চিলাহাটি রেলস্টেশন ত্যাগ করে। ভারতীয় ইঞ্জিনের জ্যেষ্ঠ গুডস গার্ড মুকেশ কুমার সিং বলেন, আগামী ১ আগস্ট থেকে এ রেলপথে চলাচল করবে পণ্যবাহী ট্রেন। তাই আজ (বৃহস্পতিবার) এ রেলপথের পরীক্ষামূলক ইঞ্জিন ট্রায়াল করা হলো। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সুলতান মৃধা বলেন, এর আগে দুবার এ রেলপথের ইঞ্জিন ট্রায়াল করা হয়েছে।

যেহেতু ১ আগস্ট ভারত থেকে পণ্যবাহী ট্রেন চলাচল করবে এ জন্য আজ (বৃহস্পতিবার) তৃতীয়বারের মতো দুটি ইঞ্জিন ট্রায়াল করা হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর