বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বেসিক ব্যাংকের উদ্ধার হওয়া টাকার পরিমাণ জানতে চায় হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

বেসিক ব্যাংকের কেলেঙ্কারির ঘটনায় অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক মামলায় এখন পর্যন্ত কত টাকা উদ্ধার হয়েছে, তা জানতে চেয়েছে হাই কোর্ট। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খানকে এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে এ তথ্য জানাতে বলা হয়েছে। এক আসামির জামিন শুনানিকালে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

আইনজীবীরা জানান, বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে করা পৃথক মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাই  কোর্টে জামিন চেয়ে আবেদন করেন শান্তিনগর শাখার সাবেক ম্যানেজার  মোহাম্মদ আলী চৌধুরী। জামিন আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাই  কোর্ট জামিন প্রশ্নে রুল জারি করে। সাত মামলায় তার জামিন প্রশ্নে রুল শুনানির জন্য গতকাল পৃথক সাতটি আবেদন কার্যতালিকায় ছিল। এর মধ্যে আদালত দুই মামলায় মোহাম্মদ আলীকে জামিন দিয়ে অপর পাঁচ মামলায় জামিন আবেদনের শুনানি এক সপ্তাহ মুলতবি করেছে আদালত। পরবর্তী শুনানির জন্য ১৮ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর