শিরোনাম
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

খুলনায় সড়কে সড়কে ভোগান্তি, পরিবহন ধর্মঘটের হুমকি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সড়কে-মহাসড়কে কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশি হয়রানি, চাঁদাবাজি, মাসিক মাসোহারা বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছেন ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংলরি ও প্রাইমমুভার মালিক-শ্রমিকরা। দাবি না মানলে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিন পরিবহন ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে। গতকাল খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংলরি ও প্রাইমমুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন থেকে এই কর্মসূচির হুমকি দেওয়া হয়। খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল গফফার বিশ্বাস বলেন, ‘গাড়িতে ইনকাম নেই, অথচ পুলিশের মাসিক মাসোহারা, সিটি করপোরেশন, পৌরসভার নামে পথে পথে চাঁদাবাজি করা হচ্ছে। মালিকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।’ তিনি বর্ধিত আয়কর প্রত্যাহার করে জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদ ও মহাসড়কে হাইওয়ে পুলিশের তদারকিতে নির্দিষ্ট স্থানে চেকিংয়ের দাবি জানান। এছাড়া ১০ দফা দাবির মধ্যে আরও রয়েছে- ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন, সড়ক দুর্ঘটনায় হত্যা মামলা প্রত্যাহার, সড়কে চুরি ডাকাতি ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা, সড়কের পাশে প্রত্যেক জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ ও বিতর্কিতদের দিয়ে কমিটি গঠনের উদ্যোগ বাতিল।

মানববন্ধনে বক্তৃতা করেন, সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, শেখ অহেদুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, আব্দুল জব্বার, মো. সেলিম ও হোসেন আহমেদ মজুমদার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর