শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বাল্যবিয়ে বন্ধে নিকাহ রেজিস্ট্রারদের দায়িত্বশীল হতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কভিডকালীন অর্থনৈতিক, সামাজিকভাবে নেতিবাচক প্রভাব বিশ্বব্যাপী পড়েছে। কিশোর-কিশোরীদের মানসিকতার ওপরও এর প্রভাব পড়েছে। এসব সমস্যা উত্তরণে সামাজিকভাবে উদ্ভাবনী সমাধান খুঁজতে হবে। বাল্যবিয়ে বন্ধের ক্ষেত্রে অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কাজী ও নিকাহ রেজিস্ট্রারদের আরও দায়িত্বশীল হতে হবে। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, জাতীয় সংসদের এসপিসিপিডি প্রকল্পের আওতায় গতকাল ‘কভিডকালীন কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহের নান্দাইলে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান। সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপি, ফখরুল ইমাম এমপি, অ্যারোমা দত্ত এমপি, আবিদা আনজুম মিতা এমপি, শামীমা আক্তার এমপি। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এমন কর্মশালার আয়োজনের মাধ্যমে মানুষের মাঝে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সম্ভব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও মেয়েদের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। মেয়েদের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার যথাযথ ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকদের বুঝতে হবে একজন মেয়ে কখনো বোঝা নয় বরং সম্পদ। তাদের স্বাবলম্বী হওয়ার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। তাদের স্বাবলম্বী করার মাধ্যমেই দেশ এবং জাতি এগিয়ে যাবে।

সর্বশেষ খবর