চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে পরিবহন শ্রমিক ও মালিক সমিতির পাঁচজনকে গ্রেফতারের প্রতিবাদে অঘোষিত পরিবহন ধর্মঘট পালন করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। গতকাল সকালে এ ধর্মঘট শুরু হয়। হঠাৎ ধর্মঘটের কারণে অফিসমুখী যাত্রী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। সকাল থেকে মহানগরের সব সড়কমোড়ে অসংখ্য মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়। অনেককে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা, টেম্পো ও অটোরিকশায় গন্তব্যে যেতে হয়েছে। জানা যায়, বুধবার দুপুরে অলংকার মোড় থেকে লুসাই বাস মালিক সমিতির লাইনম্যান মোহাম্মদ আরিফ, চট্টগ্রাম (মেট্রো) বাস মালিক সমিতির লাইনম্যান নারায়ণ ও ওয়াহিদ, চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস হিউম্যানহলার মালিক মালিক সমিতির লাইনম্যান সিদ্দিক হোসেন চৌধুরী ও মোহাম্মদ আজাদকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় র্যাব। রাতে তাদের চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখিয়ে পাহাড়তলী থানায় হস্তান্তর করে। ভুক্তভোগীদের অভিযোগ, গণপরিবহন নেতাদের পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘটের ডাক দেওয়াটা পুরোপুরি অন্যায়। এর মাধ্যমে নাগরিকদের দুর্ভোগের মুখে ফেলা হয়েছে। চাকরিজীবী আরিফ বলেন, ‘হঠাৎ ধর্মঘট ডাকার কোনো মানে হয় না। এভাবে ধর্মঘট ডাকার কারণে সাধারণ মানুষ অন্তহীন দুর্ভোগে পড়েছে।’ বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অলি আহম্মদ বলেন, ‘অলংকার মোড় থেকে একজন লাইনম্যানকে গ্রেফতার এবং পাঁচজনকে তুলে নেওয়ার প্রতিবাদে পরিবহন মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।’ সিএমপির ট্রাফিক-উত্তর বিভাগের উপকমিশনার আলী হোসেন বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি- কেন তারা হঠাৎ গাড়ি বন্ধ রেখেছেন। আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
চট্টগ্রামে হঠাৎ পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর