পাইকারিতে কমলেও খুচরা বাজারে পিঁয়াজের দামে উত্তাপ কমেনি। এর চরম প্রভাব পড়ছে মধ্য ও নিম্নবিত্তের মানুষের মাঝে। পিঁয়াজের মানভেদে পাইকারি বাজারে প্রতিকেজি ২২ থেকে ৪৫ টাকা বিক্রি হলেও খুচরায় দাম অনেক বেশি। গত দুই সপ্তাহ ধরে প্রতিকেজি ৭০-৭৫ টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজারে। পাইকারিতে পিঁয়াজের দাম কমলেও খুচরায় তেমন প্রভাব পড়েনি। ফলে ক্রেতারা দাম কমার সুফল পাচ্ছেন না।
চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে মিয়ানমারের পিঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ৩৫ টাকায়। ভারতের পিঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। তাছাড়া প্রশাসনের কঠোর নজরদারিও রয়েছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানান।
মুরাদপুর এলাকার হাফেজ আহমদ নামের একজন ক্রেতা বলেন, ৬৫-৭০ টাকায় পিঁয়াজ কিনতে হচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষ এত দামে কীভাবে পিঁয়াজ কিনে খাবে। পাইকারি বাজারে তেমন দাম না থাকলেও খুচরা বাজারে একটা সিন্ডিকেট এসব করতে পারে বলে তার ধারণা।
খাতুনগঞ্জের হামিদুল্লাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, খাতুনগঞ্জের প্রতিটি গুদামে পিঁয়াজ ভর্তি। পাইকারি দাম কমতে কমতে ২০-২২ টাকায় এসেছে। নেই কোনো সিন্ডিকেট।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, পাইকারিতে পিঁয়াজের দাম কমলেও এর সুফল ভোক্তারা এখনো পাচ্ছেন না। দেশের বাজার ব্যবস্থাটা এমন- কোনো কিছুর দাম বাড়লে সবাই বাড়িয়ে দেয় কিন্তু কমলে সবাই কমায় না। এর জন্য কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বলে জানান তিনি।