মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সম্প্রীতি রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

প্রতিদিন ডেস্ক

সম্প্রীতি রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

পূজামন্ডপে হামলার প্রতিবাদে গতকাল চট্টগ্রামের আন্দরকিল্লায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্রতিবাদ সমাবেশ করে -বাংলাদেশ প্রতিদিন

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবি ও বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকালও দেশের নানা স্থানে মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর : রংপুরের পীরগঞ্জসহ সারা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে রংপুর প্রেস ক্লাব চত্বরে  জেলা আওয়ামী লীগ এই মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুসহ অন্য নেতারা। বক্তারা বলেন, এ দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং এর পেছনে যারা মাস্টার মাইন্ড তাদের মুখোশ উন্মোচন করতে হবে।

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নেই- এ কথা বাস্তবায়ন করতে হলে সাম্প্রদায়িকতার সব বীজ উপড়ে ফেলতে হবে। সম্প্রীতি রক্ষার্থে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় তথা যেখানে জাতির বিবেক তৈরি হয় সেখানেই সবাইকে সোচ্চার থাকতে হবে।’ গতকাল বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত সাম্প্রদায়িকতাবিরোধী এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। মানববন্ধনে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম, অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক প্রমুখ। নোয়াখালী : নোয়াখালীতে মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় ও  ফেসবুকে উসকানিমূলক প্রচারণার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সল ইনাম কমল (৩৯) ও সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা হারুনুর রশিদ (৪৮)-সহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর