শিরোনাম
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
পিপিএসের উদ্বোধন

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে সেনাবাহিনী সুরক্ষার কাজ শুরু করেছে

পাবনা প্রতিনিধি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সর্বাধুনিক নিরাপত্তা বলয় ও সুরক্ষিত বিদ্যুৎ উৎপাদনের সহায়ক পরিবেশ তৈরির জন্য কাজ শুরু করেছে সেনাবাহিনী। গতকাল এ সংক্রান্ত ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় ভৌত সুরক্ষা ব্যবস্থা (পিপিএস) প্রকল্প’ কাজের উদ্বোধন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আগামী ১০০ বছরের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় নির্মাণ, তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা ও সংবেদনশীল তথ্যের ব্যবস্থাপনায় কাজ করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রাশান ফেডারেশনের জেএসসি এলেরন কোম্পানি প্রকল্পটি নির্মাণ করছে। মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রূপপুর প্রকল্পে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) গাইড লাইন মেনে পুরোদমে কাজ চলছে। এরই মধ্যে শেষ হয়েছে প্রথম ইউনিটের পারমাণবিক যন্ত্রাংশ সংযোজনসহ পুরো প্রকল্পের ৫০ ভাগ কাজ। আন্তর্জাতিক শর্ত অনুযায়ী পরবর্তী ধাপের লাইসেন্স পেতে পিপিএস প্রকল্পটি গুরুত্বপূর্ণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর