রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে খোলা হয়েছে আউটডোর প্যাথলজি। এখানে ভর্তিরতসহ বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা ৬০ শতাংশ রোগীর পরীক্ষা করা হচ্ছে। এতে একদিকে যেমন রোগীর খরচ কমছে, তেমনি কমছে হয়রানিও। আগামী তিন মাসের মধ্যে শতভাগ পরীক্ষা হাসপাতালের প্যাথলজিতে করার পরিকল্পনা নিয়েছেন কর্তৃপক্ষ। সূত্র জানান, রামেক হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা মাত্র ১০ শতাংশ রোগীর পরীক্ষা হতো হাসপাতালের প্যাথলজিতে। বাকিদের ভরসা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো। এতে রোগীদের খরচ বাড়ত, রোগ নির্ণয়ের রিপোর্ট নিয়েও দেখা দিত জটিলতা। অক্টোবরে এ হাসপাতালে খোলা হয়েছে আউটডোর প্যাথলজি। সরাসরি ওয়ার্ড থেকেই নমুনা সংগ্রহ করা হচ্ছে। এজন্য প্রতিটি ওয়ার্ডে খোলা হয়েছে নমুনা সংগ্রহ বুথ। ২৪ ঘণ্টার মধ্যেই দেওয়া হচ্ছে রিপোর্ট। রামেক হাসপাতাল প্যাথলজি বিভাগের ইনচার্জ ও সহকারী অধ্যাপক ডা. মাহমুদা নাজনিন জানান, বেশির ভাগ পরীক্ষা এখন এখানেই করা সম্ভব হচ্ছে। বহির্বিভাগের রোগীরা এখানে পরীক্ষা করিয়ে চিকিৎসক দেখিয়ে চলে যেতে পারছেন। ভর্তি রোগীদের বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। হাসপাতালের বাইরে পরীক্ষা-নিরীক্ষা করতে অতিরিক্ত টাকা গুনতে হতো রোগীদের। তবে এ প্যাথলজিতে সরকার নির্ধারিত ফি দিয়েই করা হচ্ছে পরীক্ষা। যা বাইরের যে কোনো ডায়াগনস্টিক সেন্টারের তুলনায় অনেক কম। একাধিক রোগীর স্বজন জানান, বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করতে যে পরিমাণ অর্থ ব্যয় হতো তার চেয়ে অনেক কম বা অর্ধেক টাকায় রামেক হাসপাতালের প্যাথলজিতে করা সম্ভব হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, আগামী তিন মাসের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শতভাগ রোগীর পরীক্ষা আউটডোর প্যাথলজিতে করা সম্ভব হবে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানি জানান, চিকিৎসা নিতে আসা রোগীরা বিভিন্ন দালালের মাধ্যমে অখ্যাত ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করান। যেখানে পরীক্ষা করাচ্ছেন সেটি সঠিক তারও কোনো নিশ্চিয়তা নেই। এমন একটি রিপোর্টের আলোকে চিকিৎসা করতে গিয়ে অনেক সময় ভুল হয়। সন্দেহযুক্ত পরীক্ষা দিয়ে রোগীর চিকিৎসা করা জটিল। তাই হাসপাতালের প্যাথলজিতেই পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ৫৫ থেকে ৬০ ভাগ রোগীর পরীক্ষা করা সম্ভব হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে শতভাগ পরীক্ষা হাসপাতালের প্যাথলজিতে করার পরিকল্পনা আছে তাদের। আগে ডায়াগনস্টিক সেন্টারের দালালদের দৌরাত্ম্য ছিল হাসপাতালের ওয়ার্ডগুলোয়। আউটডোর প্যাথলজি চালুর পর ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি প্রবেশ নিষিদ্ধ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে