রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে খোলা হয়েছে আউটডোর প্যাথলজি। এখানে ভর্তিরতসহ বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা ৬০ শতাংশ রোগীর পরীক্ষা করা হচ্ছে। এতে একদিকে যেমন রোগীর খরচ কমছে, তেমনি কমছে হয়রানিও। আগামী তিন মাসের মধ্যে শতভাগ পরীক্ষা হাসপাতালের প্যাথলজিতে করার পরিকল্পনা নিয়েছেন কর্তৃপক্ষ। সূত্র জানান, রামেক হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা মাত্র ১০ শতাংশ রোগীর পরীক্ষা হতো হাসপাতালের প্যাথলজিতে। বাকিদের ভরসা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো। এতে রোগীদের খরচ বাড়ত, রোগ নির্ণয়ের রিপোর্ট নিয়েও দেখা দিত জটিলতা। অক্টোবরে এ হাসপাতালে খোলা হয়েছে আউটডোর প্যাথলজি। সরাসরি ওয়ার্ড থেকেই নমুনা সংগ্রহ করা হচ্ছে। এজন্য প্রতিটি ওয়ার্ডে খোলা হয়েছে নমুনা সংগ্রহ বুথ। ২৪ ঘণ্টার মধ্যেই দেওয়া হচ্ছে রিপোর্ট। রামেক হাসপাতাল প্যাথলজি বিভাগের ইনচার্জ ও সহকারী অধ্যাপক ডা. মাহমুদা নাজনিন জানান, বেশির ভাগ পরীক্ষা এখন এখানেই করা সম্ভব হচ্ছে। বহির্বিভাগের রোগীরা এখানে পরীক্ষা করিয়ে চিকিৎসক দেখিয়ে চলে যেতে পারছেন। ভর্তি রোগীদের বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। হাসপাতালের বাইরে পরীক্ষা-নিরীক্ষা করতে অতিরিক্ত টাকা গুনতে হতো রোগীদের। তবে এ প্যাথলজিতে সরকার নির্ধারিত ফি দিয়েই করা হচ্ছে পরীক্ষা। যা বাইরের যে কোনো ডায়াগনস্টিক সেন্টারের তুলনায় অনেক কম। একাধিক রোগীর স্বজন জানান, বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করতে যে পরিমাণ অর্থ ব্যয় হতো তার চেয়ে অনেক কম বা অর্ধেক টাকায় রামেক হাসপাতালের প্যাথলজিতে করা সম্ভব হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, আগামী তিন মাসের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শতভাগ রোগীর পরীক্ষা আউটডোর প্যাথলজিতে করা সম্ভব হবে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানি জানান, চিকিৎসা নিতে আসা রোগীরা বিভিন্ন দালালের মাধ্যমে অখ্যাত ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করান। যেখানে পরীক্ষা করাচ্ছেন সেটি সঠিক তারও কোনো নিশ্চিয়তা নেই। এমন একটি রিপোর্টের আলোকে চিকিৎসা করতে গিয়ে অনেক সময় ভুল হয়। সন্দেহযুক্ত পরীক্ষা দিয়ে রোগীর চিকিৎসা করা জটিল। তাই হাসপাতালের প্যাথলজিতেই পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ৫৫ থেকে ৬০ ভাগ রোগীর পরীক্ষা করা সম্ভব হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে শতভাগ পরীক্ষা হাসপাতালের প্যাথলজিতে করার পরিকল্পনা আছে তাদের। আগে ডায়াগনস্টিক সেন্টারের দালালদের দৌরাত্ম্য ছিল হাসপাতালের ওয়ার্ডগুলোয়। আউটডোর প্যাথলজি চালুর পর ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি প্রবেশ নিষিদ্ধ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
আউটডোর প্যাথলজিতে পরীক্ষা হচ্ছে ৬০ শতাংশ রোগীর
রামেক হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর