রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে খোলা হয়েছে আউটডোর প্যাথলজি। এখানে ভর্তিরতসহ বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা ৬০ শতাংশ রোগীর পরীক্ষা করা হচ্ছে। এতে একদিকে যেমন রোগীর খরচ কমছে, তেমনি কমছে হয়রানিও। আগামী তিন মাসের মধ্যে শতভাগ পরীক্ষা হাসপাতালের প্যাথলজিতে করার পরিকল্পনা নিয়েছেন কর্তৃপক্ষ। সূত্র জানান, রামেক হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা মাত্র ১০ শতাংশ রোগীর পরীক্ষা হতো হাসপাতালের প্যাথলজিতে। বাকিদের ভরসা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো। এতে রোগীদের খরচ বাড়ত, রোগ নির্ণয়ের রিপোর্ট নিয়েও দেখা দিত জটিলতা। অক্টোবরে এ হাসপাতালে খোলা হয়েছে আউটডোর প্যাথলজি। সরাসরি ওয়ার্ড থেকেই নমুনা সংগ্রহ করা হচ্ছে। এজন্য প্রতিটি ওয়ার্ডে খোলা হয়েছে নমুনা সংগ্রহ বুথ। ২৪ ঘণ্টার মধ্যেই দেওয়া হচ্ছে রিপোর্ট। রামেক হাসপাতাল প্যাথলজি বিভাগের ইনচার্জ ও সহকারী অধ্যাপক ডা. মাহমুদা নাজনিন জানান, বেশির ভাগ পরীক্ষা এখন এখানেই করা সম্ভব হচ্ছে। বহির্বিভাগের রোগীরা এখানে পরীক্ষা করিয়ে চিকিৎসক দেখিয়ে চলে যেতে পারছেন। ভর্তি রোগীদের বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। হাসপাতালের বাইরে পরীক্ষা-নিরীক্ষা করতে অতিরিক্ত টাকা গুনতে হতো রোগীদের। তবে এ প্যাথলজিতে সরকার নির্ধারিত ফি দিয়েই করা হচ্ছে পরীক্ষা। যা বাইরের যে কোনো ডায়াগনস্টিক সেন্টারের তুলনায় অনেক কম। একাধিক রোগীর স্বজন জানান, বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করতে যে পরিমাণ অর্থ ব্যয় হতো তার চেয়ে অনেক কম বা অর্ধেক টাকায় রামেক হাসপাতালের প্যাথলজিতে করা সম্ভব হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, আগামী তিন মাসের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শতভাগ রোগীর পরীক্ষা আউটডোর প্যাথলজিতে করা সম্ভব হবে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানি জানান, চিকিৎসা নিতে আসা রোগীরা বিভিন্ন দালালের মাধ্যমে অখ্যাত ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করান। যেখানে পরীক্ষা করাচ্ছেন সেটি সঠিক তারও কোনো নিশ্চিয়তা নেই। এমন একটি রিপোর্টের আলোকে চিকিৎসা করতে গিয়ে অনেক সময় ভুল হয়। সন্দেহযুক্ত পরীক্ষা দিয়ে রোগীর চিকিৎসা করা জটিল। তাই হাসপাতালের প্যাথলজিতেই পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ৫৫ থেকে ৬০ ভাগ রোগীর পরীক্ষা করা সম্ভব হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে শতভাগ পরীক্ষা হাসপাতালের প্যাথলজিতে করার পরিকল্পনা আছে তাদের। আগে ডায়াগনস্টিক সেন্টারের দালালদের দৌরাত্ম্য ছিল হাসপাতালের ওয়ার্ডগুলোয়। আউটডোর প্যাথলজি চালুর পর ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি প্রবেশ নিষিদ্ধ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ