মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

চলে গেলেন সাহিত্যিক বেগম মুশতারী শফী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চলে গেলেন সাহিত্যিক বেগম মুশতারী শফী

বরেণ্য সাহিত্যিক মুক্তিযোদ্ধা এবং উদীচী চট্টগ্রামের সভাপতি বেগম মুশতারী শফী আর নেই। গতকাল বিকালে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রীয় পুরস্কার ‘রোকেয়া পদক’জয়ী মুশতারী শফীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে। উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত বলেন, মুশতারী শফী শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ২ ডিসেম্বর তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ১৪ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গতকাল বিকালে তাঁর মৃত্যু হয়। বরেণ্য সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, শহীদজায়া, নারী নেত্রী বেগম মুশতারী শফি ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি, কিশোর গল্পগ্রন্থ, স্মৃতিচারণামূলক অসংখ্য বই লেখেছেন। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে- ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি, জাহানারা ইমামকে’ ও ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’।

ষাটের দশকে প্রতিষ্ঠা করেন ‘বান্ধবী সংঘ’। এ সংগঠন থেকে তিনি ‘বান্ধবী’ নামে একটি নিয়মিত পত্রিকা প্রকাশ করেন ও ‘মেয়েদের প্রেস’ নামে ছাপাখানা চালু করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অনন্য ভূমিকা পালনের জন্য বাংলা একাডেমি ২০১৬ সালে তাঁকে ‘ফেলোশিপ’ প্রদান করে। তিনি ২০২০ সালে পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার ‘রোকেয়া পদক’।

সর্বশেষ খবর