১০০টি সফল শিপ-টু-শিপ এলপিজি ট্রান্সফারের মাইলফলক অর্জন করেছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। এ উপলক্ষে গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হেরিটেজ রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিপ-টু-শিপ এলপিজি ট্রান্সফারের এই অসামান্য সাফল্যের জন্য অনুষ্ঠানে বসুন্ধরা শিপিং ইউনিটের প্রধান ক্যাপ্টেন রুহুল আমিন (সিওও, শিপিং অ্যান্ড লজিস্টিকস, সেক্টর-এ) এবং তার টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের সিনিয়র ইডি ও কোম্পানি সেক্রেটারি (কোম্পানি অ্যাফেয়ার্স অ্যান্ড সেক্রেটারি ডিভিশন) নাসিমুল হাই, গ্রুপের সেক্টর-এ এর ব্যাংকিং ডিভিশনের সিওও শওকত আকবর, চিফ হিউম্যান রিসোর্স অফিসার ক্যাপ্টেন শেখ এহসান রেজা, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ডিভিশনের সিওও এম এম জসীম উদ্দিন, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব সেলস জাকারিয়া জালাল, হেড অব প্রজেক্ট অপারেশন চৌধুরী এ কে এম শামসুদ্দীন আহমেদ, সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের জিএম সরোয়ার হোসেন সোহাগসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে একমাত্র বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডই ‘বিএলপিজি ওয়ারিওর’ এবং ‘বিএলপিজি চ্যালেঞ্জার’ নামে নিজস্ব দুটি বিশেষ জাহাজের মাধ্যমে বহির্নোঙরে থাকা বসুন্ধরার লাইটার ভেসেল থেকে এলপিজি ট্রান্সফার করছে। এই পদ্ধতিতে পরিবহন খরচ যেমন হ্রাস পায়, পণ্যের দামও সহজলভ্য হয়। মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য হ্রাস পায়। সাফিয়াত সোবহান বলেন, আমাদের দেশে কেউ কখনো চিন্তা করেনি এলপিজি শিপ-টু-শিপ ট্রান্সফার করা যাবে। বসুন্ধরা এলপিজি এমন দুঃসাহসিক কাজ শুধু শুরুই করেনি, ১০০ বার শিপ-টু-শিপ ট্রান্সফার করেছে নিজস্ব ভিএলজিসি (ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার) জাহাজের মাধ্যমে। এই কার্যক্রমটি শুধু আমাদের জন্যই মাইলফলক নয়, বরং বাংলাদেশের এলপিজি ইন্ডাস্ট্রির জন্য একটি বড় অর্জন। আমাদের এই কার্যক্রম চলবে এবং আমরা আশাবাদী অতি দ্রুত আমরা লক্ষাধিক শিপ-টু-শিপ ট্রান্সফার অর্জন করতে সক্ষম হব। ক্যাপ্টেন রুহুল আমিন বলেন, পুরো বিশ্বে স্বল্পসংখ্যক ভিএলজিসির মধ্যে বাংলাদেশে বসুন্ধরাই একমাত্র প্রতিষ্ঠান যাদের ‘বিএলপিজি ওয়ারিওর’ এবং ‘বিএলপিজি চ্যালেঞ্জার’ নামের দুটি ভিএলজিসি ভেসেল বিদ্যমান। বিশ্বের বুকে আমাদের জন্য এ এক অনন্য অর্জন। জাকারিয়া জালাল বলেন, সাধারণ ভোক্তাদের কাছে সুলভ মূল্যে, সঠিক সময়ে, গ্যাস পৌঁছে দেওয়ার অঙ্গীকার অক্ষুণ্ণ রাখতেই আমাদের এই সুবিশাল কর্মযজ্ঞ। বর্তমানে আমাদের দুটি ভিএলজিসি ছাড়াও কিছু নতুন প্রেসারাইজড ভেসেলও যুক্ত হয়েছে। এ ছাড়া রয়েছে ছয়টি অভ্যন্তরীণ ভেসেল, যেগুলোর সাহায্যে আমরা অতি দ্রুত এলপিজি পণ্য সরবরাহ করে থাকি। এসটিএস অপারেশন এখন দেশে এলপিজি পণ্য পরিবহন এবং অর্থনীতিতে গেম চেঞ্জার হতে চলেছে।
শিরোনাম
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ