১০০টি সফল শিপ-টু-শিপ এলপিজি ট্রান্সফারের মাইলফলক অর্জন করেছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। এ উপলক্ষে গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হেরিটেজ রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিপ-টু-শিপ এলপিজি ট্রান্সফারের এই অসামান্য সাফল্যের জন্য অনুষ্ঠানে বসুন্ধরা শিপিং ইউনিটের প্রধান ক্যাপ্টেন রুহুল আমিন (সিওও, শিপিং অ্যান্ড লজিস্টিকস, সেক্টর-এ) এবং তার টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের সিনিয়র ইডি ও কোম্পানি সেক্রেটারি (কোম্পানি অ্যাফেয়ার্স অ্যান্ড সেক্রেটারি ডিভিশন) নাসিমুল হাই, গ্রুপের সেক্টর-এ এর ব্যাংকিং ডিভিশনের সিওও শওকত আকবর, চিফ হিউম্যান রিসোর্স অফিসার ক্যাপ্টেন শেখ এহসান রেজা, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ডিভিশনের সিওও এম এম জসীম উদ্দিন, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব সেলস জাকারিয়া জালাল, হেড অব প্রজেক্ট অপারেশন চৌধুরী এ কে এম শামসুদ্দীন আহমেদ, সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের জিএম সরোয়ার হোসেন সোহাগসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে একমাত্র বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডই ‘বিএলপিজি ওয়ারিওর’ এবং ‘বিএলপিজি চ্যালেঞ্জার’ নামে নিজস্ব দুটি বিশেষ জাহাজের মাধ্যমে বহির্নোঙরে থাকা বসুন্ধরার লাইটার ভেসেল থেকে এলপিজি ট্রান্সফার করছে। এই পদ্ধতিতে পরিবহন খরচ যেমন হ্রাস পায়, পণ্যের দামও সহজলভ্য হয়। মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য হ্রাস পায়। সাফিয়াত সোবহান বলেন, আমাদের দেশে কেউ কখনো চিন্তা করেনি এলপিজি শিপ-টু-শিপ ট্রান্সফার করা যাবে। বসুন্ধরা এলপিজি এমন দুঃসাহসিক কাজ শুধু শুরুই করেনি, ১০০ বার শিপ-টু-শিপ ট্রান্সফার করেছে নিজস্ব ভিএলজিসি (ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার) জাহাজের মাধ্যমে। এই কার্যক্রমটি শুধু আমাদের জন্যই মাইলফলক নয়, বরং বাংলাদেশের এলপিজি ইন্ডাস্ট্রির জন্য একটি বড় অর্জন। আমাদের এই কার্যক্রম চলবে এবং আমরা আশাবাদী অতি দ্রুত আমরা লক্ষাধিক শিপ-টু-শিপ ট্রান্সফার অর্জন করতে সক্ষম হব। ক্যাপ্টেন রুহুল আমিন বলেন, পুরো বিশ্বে স্বল্পসংখ্যক ভিএলজিসির মধ্যে বাংলাদেশে বসুন্ধরাই একমাত্র প্রতিষ্ঠান যাদের ‘বিএলপিজি ওয়ারিওর’ এবং ‘বিএলপিজি চ্যালেঞ্জার’ নামের দুটি ভিএলজিসি ভেসেল বিদ্যমান। বিশ্বের বুকে আমাদের জন্য এ এক অনন্য অর্জন। জাকারিয়া জালাল বলেন, সাধারণ ভোক্তাদের কাছে সুলভ মূল্যে, সঠিক সময়ে, গ্যাস পৌঁছে দেওয়ার অঙ্গীকার অক্ষুণ্ণ রাখতেই আমাদের এই সুবিশাল কর্মযজ্ঞ। বর্তমানে আমাদের দুটি ভিএলজিসি ছাড়াও কিছু নতুন প্রেসারাইজড ভেসেলও যুক্ত হয়েছে। এ ছাড়া রয়েছে ছয়টি অভ্যন্তরীণ ভেসেল, যেগুলোর সাহায্যে আমরা অতি দ্রুত এলপিজি পণ্য সরবরাহ করে থাকি। এসটিএস অপারেশন এখন দেশে এলপিজি পণ্য পরিবহন এবং অর্থনীতিতে গেম চেঞ্জার হতে চলেছে।
শিরোনাম
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর