বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ঢাবিতে প্লাস্টিকমুক্ত সপ্তাহ উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকমুক্ত সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সুইডেন অ্যালামনাই নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে গতকাল বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর উদ্বোধন করেন। 

সুইডেন অ্যালামনাই নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী এবং সুইডেন অ্যালামনাই নেটওয়ার্ক বাংলাদেশের সদস্যবৃন্দ। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। তাই পরিবেশ দূষণ রোধে ও পরিবেশ সংরক্ষণে টেকসই পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করতে হবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং এসডিজি অর্জনে একটি ভালো পটভূমি তৈরি ও সচেতনতা সৃষ্টিতে অনবদ্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছেন। শিক্ষার্থীদের চেঞ্জ মেকার হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, দেশের উন্নয়ন ও এসডিজি অর্জনের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের মৌলিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জ্ঞান-বিজ্ঞানের সব শাখার মধ্যে মিথস্ক্রিয়া ঘটাতে হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে মাল্টিডিসিপ্লিনারি ডাইমেনশন সংযোজন এবং শিক্ষার্থীদের নিয়মিত পঠন-পাঠনে এসডিজির বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর