বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক মো. এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- খোরশেদ আলম মাসুদ ও তার সহযোগী ইয়াসিন। গতকাল রাজধানীর সেগুনবাগিচা থেকে মাসুদকে এবং মগবাজার থেকে ইয়াসিনকে গ্রেফতার করা হয় বলে জানান হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ। এর আগে, ২৬ জানুয়ারি রাতে রাজধানীর হাতিরঝিল থানার পেয়ারাবাগে নিজ বাসায় সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক এমদাদ। এ ঘটনায় তিনি ২৭ জানুয়ারি হাতিরঝিল থানায় একটি মামলা করেন। এদিকে, ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এক বিবৃতিতে হামলাকারী মাসুদসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।