শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়ায় গতকাল দেশের সবচেয়ে বড় ৬০ মেগাওয়াট ক্ষমতার বায়ুবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি নসরুল হামিদ বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ইত্যাদি নবায়নযোগ্য জ্বালানি আগামী দিনে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কয়েকটি প্রকল্পে ২৪৫ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ বর্তমানে চলমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে ঘিরে যে উন্নয়ন তৎপরতা পরিচালনা করছেন তার অংশ এ বায়ুবিদ্যুৎ প্রকল্প।

দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র এটি। আরও বায়ুভিত্তিক বিদ্যুৎ প্রকল্প আসছে।

কক্সবাজার ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পটি বাংলাদেশের সর্বপ্রথম বৃহৎ আকারের গ্রিড সংযুক্ত বায়ুবিদ্যুৎ প্রকল্প। প্রকল্পটির মোট বিনিয়োগ ১১৬ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার। এ প্রকল্পে ১২০ মিটার উচ্চতায় এনভিশনের ইএন১৫৬ মডেলের ২২টি টারবাইন স্থাপন করা হবে। প্রতিটি টারবাইনের উৎপাদন ক্ষমতা ৩ দশমিক শূন্য মেগাওয়াট এবং রোটরের ব্যাস ১৫৬ মিটার। আইপিপি মডেলে বাস্তবায়িত প্রকল্পটিতে আইপিপি হিসেবে কাজ করছে ইউএস-ডিকে গ্রিন এনার্জি (বিডি) লিমিটেড। ২০২২ সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর