বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ‘অপকর্ম’ প্রকাশ পাওয়ায় ক্ষমতায় টিকে থাকতে তারা এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। পশ্চিমা বিশ্বের দেশগুলোয় দৌড়ঝাঁপ শুরু করেছে। তিনি বলেন, নির্বাচন এগিয়ে আসায় তারা যুক্তরাষ্ট্রের কাছে দৌড়ঝাঁপ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলছে বিএনপিকে নির্বাচনে আনতে চেষ্টা করুন, আমাদের সাহায্য করুন। গতকাল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীতে মতিঝিলের একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন। মূল বক্তব্য উপস্থাপন করেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। মির্জা ফখরুল বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট জিজ্ঞেস করেছেন, বিএনপিকে নির্বাচনে আনার জন্য আপনারা কী ব্যবস্থা করেছেন। তখন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনি আমাদের সাহায্য করুন বিএনপিকে আনার জন্য।
ফখরুল আরও বলেন, অথচ এ লোকগুলোই সারাক্ষণ কথা বলতে থাকে- আমরা (বিএনপি) বিদেশিদের সাহায্য নিয়ে কাজ করি।