শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সিলেটে দাম বাড়ানোর দাবিতে মাংস বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিটি করপোরেশনের নির্ধারিত দাম বাড়ানোর দাবিতে সিলেট মহানগরে মাংস বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল থেকে তারা মাংস বিক্রি বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। ফলে গতকাল সিলেট মহানগরে মাংস বিক্রির সব দোকান বন্ধ ছিল। ব্যবসায়ীদের অভিযোগ, সিটি করপোরেশন গরু ও খাসির মাংসের যে দাম নির্ধারণ করে দিয়েছে সে দামে বিক্রি করা সম্ভব নয়। তাই তারা দোকান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। ব্যবসায়ীদের কর্মবিরতির কারণে গতকাল ক্রেতারা দোকানে এসে ফিরে যান। মাংস বিক্রি বন্ধের প্রভাব মহানগরের রেস্টুরেন্টগুলোয়ও পড়েছে।

জানা গেছে, প্রতি বছর রমজানের জন্য গরু, খাসি ও মহিষের মাংসের দাম নির্ধারণ করে দেয় সিটি করপোরেশন। এ বছর প্রতি কেজি গরুর মাংসের দাম ৬০০ ও খাসির ৭৫০ টাকা নির্ধারণ করে দেয় সিটি করপোরেশন। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, গরু ও খাসি কিনে জবাই করে তারা এ দামে বিক্রি করতে পারেন না। এর চেয়ে বেশি দামে দেশের অন্যান্য জায়গায় বিক্রি হচ্ছে।  সিটি করপোরেশনের নির্ধারিত দাম বৃদ্ধি ও সারা দেশে এক দামে মাংস বিক্রির দাবিতে গতকাল ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর