শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

তামাকপণ্যের জটিল করব্যবস্থা জনস্বাস্থ্যের ক্ষতি করেই চলেছে

গোলটেবিলে অভিমত

তামাকপণ্যের জটিল করব্যবস্থা জনস্বাস্থ্যের ক্ষতি করেই চলেছে। কারণ দেশে তামাক খাত থেকে রাজস্ব আহরণে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। মঙ্গলবার ‘সহজ ও শক্তিশালী তামাককর নীতি বাস্তবায়নে বাধা এবং করণীয়’ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামাক কর কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাককর নীতি গ্রহণের নির্দেশনা দেন ২০১৬ সালে। ছয় বছর পেরিয়ে গেলেও ওই নির্দেশনা বাস্তবায়নের কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। এর ফলে কার্যকরভাবে করারোপ না হওয়ায় তামাকপণ্য দিন দিন অত্যন্ত সস্তা ও সহজলভ্য হয়ে পড়ছে। জনস্বাস্থ্য পড়ছে হুমকিতে, সরকার হারাচ্ছে রাজস্ব। অনুষ্ঠানটির যৌথ আয়োজক প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও আত্মা (অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স)। বিজ্ঞপ্তি

গোলটেবিল বৈঠকে সহজ তামাককর নীতির অংশ হিসেবে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সব সিগারেট ব্র্যান্ডে অভিন্ন করভারসহ (সম্পূরক শুল্ক চূড়ান্ত খুচরা মূল্যের ৬৫%) মূল্যস্তরভিত্তিক সুনির্দিষ্ট এক্সাইজ (সম্পূরক) শুল্ক প্রচলনের সুপারিশ করা হয়।

গোলটেবিল বৈঠকে আলোচক ছিলেন জাতীয় তামাকবিরোধী মঞ্চের আহ্বায়ক ড. কাজী খলীকুজ্জমান আহমদ, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী খোন্দকার, বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, বিআইআইএসএসের ড. মাহফুজ কবীর, সিপিডির সৈয়দ ইউসুফ সাদাত, সিটিএফকের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ রূহুল কুদ্দুস, অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, ইকবাল মাসুদ প্রমুখ। মূল উপস্থাপনা তুলে ধরেন হাসান শাহরিয়ার। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর