শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শ্রীলঙ্কার উদাহরণ প্রযোজ্য নয়, বাংলাদেশের অবস্থা শক্তিশালী : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কার উদাহরণ আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘আমাদের রিজার্ভ অনেক শক্তিশালী অবস্থানে আছে। রপ্তানি ও রেমিট্যান্সও ভালো। রাজস্ব আদায়ও ইতিবাচক। জিডিপির অনুপাতে বৈদেশিক ঋণের অবস্থাও অত্যন্ত ভালো। ফলে শ্রীলঙ্কার পরিস্থিতি আর আমাদের অবস্থা এক নয়। যারা এসব নিয়ে আলোচনা করছে- সেটা তাদের ব্যাপার। তবে আমরা সতর্ক আছি।’ তিনি গতকাল পারচেজ মিটিং শেষে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, শ্রীলঙ্কাসহ যেসব দেশ এ ধরনের সমস্যায় পড়েছে- তাদের জিডিপি ও ঋণের অনুপাতে পরিস্থিতি ভালো নয়। যার ফলে তারা সমস্যায় পড়েছে। মন্ত্রী আরও বলেন, ‘এখনো গোটা বিশ্ব বলছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক শক্তিশালী। যেসব দেশের জিডিপির তুলনায় ঋণের পরিমাণ বেশি, তারা বর্তমানে সবচেয়ে বেশি বিব্রত। তারা বিপদেও আছে। বাংলাদেশ সেই বিপদে নেই। সে জন্য আমরা ওইসব দিক নিয়ে চিন্তা করছি না।’

পদ্মা সেতুর টোল নির্ধারণের বিষয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সেটা এখনো চূাড়ন্ত করা সম্ভব হয়নি। আমরা এটা অধিক যাচাইবাছাই করছি। সাধারণত এ ধরনের প্রকল্পে যে পরিমাণ ব্যয় হয় সেটা ফেরত আনতে হয়। এটা সব দেশই করে। আবার সেই টাকা তুলে আনার পর নতুন কোনো প্রকল্পে বিনিয়োগ করা হয় কিংবা মেনটেইনেন্সের কাজে ব্যয় করা হয়। বিএমআরই বা ওভারহোলিং করা হয়। পদ্মা সেতুর বেলায়ও এ ধরনের চিন্তাভাবনা করা হচ্ছে।’

পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করে আছি- এ বছরের শেষ নাগাদ এটা চালু করতে পারব। আমাদের বছরটি শেষ হবে জুন মাসে। ক্যালেন্ডার ইয়ার না, আমাদের ফিন্যান্সিয়াল ইয়ার, আমাদের যে বছর ৩০ জুন শেষ হবে। আমরা বিশ্বাস করি এর মাঝে আমরা পদ্মা সেতু চালু করতে পারব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর