রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা

ভারত ও শ্রীলঙ্কায় আন্তর্জাতিক মহড়া থেকে ফিরে এসেছে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ

বাগেরহাট প্রতিনিধি

ভারত ও শ্রীলঙ্কায় আন্তর্জাতিক মহড়া থেকে ফিরে এসেছে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ

ভারত ও শ্রীলঙ্কায় শুভেচ্ছা সফর ও আন্তর্জাতিক মহড়ায় অংশ নিয়ে গতকাল মোংলা বন্দরে ফিরে এসেছে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’ -আইএসপিআর

ভারত ও শ্রীলঙ্কায় ২২ দিনের শুভেচ্ছা সফর ও আন্তর্জাতিক মহড়ায় অংশ নিয়ে মোংলা ফিরে এসেছে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’। গতকাল সকালে দিগরাজে কোস্টগার্ডের মোংলা পশ্চিম জোন সদর দফতর জেটিতে জাহাজটি ফিরে এলে কর্মকর্তা ও নাবিকদের স্বগত জানান কোস্টগার্ড পশ্চিমের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন।

ভারতের গোয়া ও চেন্নাইয়ে অনুষ্ঠিত ‘ন্যাশনাল লেভেল পলুশন রেসপন্স এক্সারসাইজ’-এ অংশ নেয় কোস্টগার্ডের অফশোর প্যাট্রল ভেসেল (ওপিভি) ‘বিসিজিএস কামরুজ্জামান’। প্রথমে শ্রীলঙ্কায় সাত দিন অবস্থানের পর সেখান থেকে ভারতের চেন্নাই ও গোয়ায় পৌঁছায় জাহাজটি। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম কিবরিয়া হকের নেতৃত্বে ১৫ জন কর্মকর্তা ১০৬ জন নাবিক এবং আটজন অসামরিক ব্যক্তি এ মহড়ায় অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর