বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা
আজ বিশ্ব নার্স দিবস

দক্ষ নার্স সংকট চট্টগ্রামে

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অনুমোদিত শয্যা ১ হাজার ৩১৩টি। কিন্তু প্রতিনিয়তই রোগী ভর্তি থাকে প্রায় ৩ হাজার। এসব রোগীর সেবায় নিয়োজিত আছেন মাত্র ১ হাজার ২৩৮ জন। তবে এর মধ্যে দক্ষ প্রশিক্ষিত নার্সের সংখ্যা হাতে গোনা। মাত্র পাঁচটি বিভাগে আছেন দক্ষ প্রশিক্ষিত নার্স। অন্যগুলো চলে সাধারণ নার্স দিয়ে। ফলে অনেক ক্ষেত্রে মুমূর্ষু রোগীদের প্রত্যাশিত সেবা মিলে না।  

আজ বিশ্ব নার্স দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় নার্স নেতৃত্বের বিকল্প নেই, বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সের অধিকার সংরক্ষণ করুন’। এ উপলক্ষে চমেক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক কার্যালয়ের উদ্যোগে সকালে র‌্যালি, আলোচনা সভা ও ডকুমেন্টারি উপস্থাপনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। জানা যায়, চমেক হাসপাতালে নার্স ও সিনিয়র স্টাফ নার্সের অনুমোদিত পদ আছে ১২৩৮টি। এর মধ্যে শূন্য পদ আছে ২২টি। তবে বিভিন্ন বিভাগে দক্ষ প্রশিক্ষিত নার্স আছে হাতে গোনা। আইসিইউ, প্রবীণ রোগী, প্রাকৃতিক দুর্যোগ কবলিত রোগী ব্যবস্থাপনা, হৃদরোগ ও শিশু বিভাগে প্রশিক্ষিত নার্স আছে। কিন্তু হাসপাতলে ভর্তি ক্রিটিকেলসহ সব ধরনের রোগীর সেবা দিতে হয় সাধারণ নার্সদের। অন্যদিকে, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নার্সের পদ আছে ১৪৯টি। এর মধ্যে শূন্য আছে ৩৬টি। এখানেও সংকট দক্ষ প্রশিক্ষিত নার্সের। চমেক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক ইনসাফি হান্না বলেন, হাসপাতালে দক্ষ প্রশিক্ষিত নার্স সংকট আছে। কয়েকটি বিভাগে দক্ষ প্রশিক্ষিত নার্স থাকলেও পুরো হাসপাতালের প্রায় ৩ হাজার রোগীকে সেবা প্রদান করেন সাধারণ নার্সরা। এ বিষয়টি সরকারের বিবেচনায় আসলে রোগীরা উপকৃত হবেন। তবে এখন নানাভাবে প্রশিক্ষণের মাধ্যমে নার্সদের রোগী-সেবা বান্ধব মানসিকতা তৈরিতে উদ্বুদ্ধ করার চেষ্টা চলছে।

 চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাজেরা বেগম বলেন, করোনার সময় নার্সরা ঝুঁকি নিয়ে রোগীর সেবা করেছেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে রোগীদের সেবা নিশ্চিত করতে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর