বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশে বেকারত্ব নেই

সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বেকারত্ব নেই

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশে এখন বেকারত্ব নেই। ফলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো শ্রমিক পাচ্ছে না। কৃষক ঘরে ফসল তোলার জন্যও শ্রমিক পাচ্ছে না। তিনি গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাল্টি পারপাস হলে আয়োজিত ‘আইসিটি ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ : প্রেজেন্ট স্ট্যাটাস, চ্যালেঞ্জিং অ্যান্ড অপারচুনিটি’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এ সেমিনারের আয়োজন করে। এতে সালমান এফ রহমান বলেন, ফসল ঘরে তোলার সময় আমরা শ্রমিক পাচ্ছি না। গতবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রলীগ, যুবলীগ কৃষকদের সহায়তা করেছে। সেমিনারে সভাপতির বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমান।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর