বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

মন্ত্রিপরিষদ বিভাগ ও জাইকার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিপরিষদ বিভাগ ও জাইকার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

মন্ত্রিপরিষদ বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকা যৌথভাবে ‘দি রোল অব মিডিয়া ইন ইমপ্লিমেনটিং দ্য ন্যাশনাল ইন্টেগ্রিটি স্ট্র্যাটেজি (এনআইএস) অ্যান্ড রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ, বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া। সেমিনারে সভাপতিত্ব করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব শামসুল আরেফিন। জাইকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সুপারিশে আমন্ত্রিত সংবাদপত্র, টিভি চ্যানেল, জাতীয় প্রেস ক্লাব এবং রেডিও চ্যানেলের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

 এ ছাড়াও আট পাইলট উপজেলার ১৬ জন স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ সময় জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেনটেটিভ হায়াকাওয়া বলেন, এটা সত্যিই উৎসাহজনক যে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস আরও বেশি নাগরিকবান্ধব সমস্যার সমাধান এবং তথ্য প্রকাশের প্রক্রিয়াকে উন্নত করতে সরকারি প্রচেষ্টার সহায়ক হতে পারে। আইসি প্রযুক্তির যথাযথ ব্যবহার, সরকার এবং নাগরিকের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে সেই সঙ্গে উন্নত সমাজ গড়ে তুলতে স্টেকহোল্ডারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর