শুক্রবার, ২০ মে, ২০২২ ০০:০০ টা
প্রিমিয়ার ব্যাংকের এজিএম

সাড়ে ১২ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

সাড়ে ১২ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

ডিজিটাল প্ল্যাটফরমে মঙ্গলবার প্রিমিয়ার ব্যাংকের এজিএমে চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা -বাংলাদেশ প্রতিদিন

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন এবং ১২.৫০ শতাংশ নগদ এবং ১০.০০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদিত হয়েছে। গত মঙ্গলবার সকালে ডিজিটাল প্ল্যাটফরমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান মঈন ইকবালসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যদের মধ্যে বি এইচ হারুন এমপি, আবদুুস সালাম মুর্শেদী এমপি, মোহাম্মদ ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, শায়লা ওশলী খান, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বণিক, বিকল্প পরিচালক এ এইচ এম ফেরদৌস, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ কোম্পানি সচিব আকরাম হোসাইন এফসিএস এবং শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ ২০২১ সালের পারফরমেন্স রিপোর্ট উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর