বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

কোরবানির সংখ্যা বৃদ্ধি মানুষের সামর্থ্য বাড়ার প্রমাণ : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কোরবানির সংখ্যা বৃদ্ধি মানুষের সামর্থ্য বাড়ার প্রমাণ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এ বছর দেশবাসীর কোরবানির ঈদ উদযাপন বেশ ভালো হয়েছে। গত বছরের তুলনায় এবার ৮ লাখের বেশি পশু কোরবানি হয়েছে। এই বিপুলসংখ্যক বাড়তি কোরবানি প্রমাণ করে দেশের মানুষের সামর্থ্য বেড়েছে। গতকাল ‘এক নজরে বদ্বীপ পরিকল্পনা ২১০০’ মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে ঈদ-পরবর্তী মতবিনিময়ে তিনি এ কথা বলেন।   হাছান মাহমুদ বলেন, যদিও গত বছরের তুলনায় এ বছর কোরবানির পশুর দাম অনেক বেশি ছিল। তা সত্ত্বেও ৮ লাখের বেশি পশু কোরবানি হয়েছে। অর্থাৎ এই করোনা মহামারির মধ্যে এবং বৈশ্বিক সংকটে যখন একটি মন্দা পরিস্থিতি সমগ্র বিশ্বে বিদ্যমান, তখন বাংলাদেশের মানুষের অন্তত কোরবানি দেওয়ার ক্ষেত্রে সামর্থ্য বেড়েছে, এটিই বোঝায়। তথ্যমন্ত্রী বলেন, শুধু তাই নয়, আপনারা দেখেছেন কোরবানি বেশি হলেও তার সবটাই দেশীয় পশুতেই সম্পন্ন হয়েছে। আমাদের যে প্রয়োজন সেটি আমরা নিজেরাই মেটাতে পারছি। অর্থাৎ প্রাণিসম্পদেও বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। আর এগুলো প্রমাণ করে সরকারের বহুমুখী উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ।

তিনি বলেন, আমার গ্রামে আগে দেখতাম যে, কোরবানি করে না এমন মানুষ থাকত। ইসলাম ধর্মের রীতি অনুযায়ী যারা পশু কোরবানি দেন না তাদের মধ্যে মাংস বিলিয়ে দিতে হয়। আমার গ্রামে অর্থাৎ আমার পাড়ায় আমি মাংস বিলিয়ে দেওয়ার জন্য মানুষ পাইনি। পাশের অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে মাংস বিলিয়ে দেওয়ার জন্য।

সর্বশেষ খবর