বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ০০:০০ টা

মহাসড়কে ঝাড়ুমিছিল, সমাবেশে এমপির লোকদের হামলা

উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত

কুমিল্লা প্রতিনিধি

মহাসড়কে ঝাড়ুমিছিল, সমাবেশে এমপির লোকদের হামলা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপির বিরুদ্ধে গতকাল বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ুমিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি কর্তৃক নিজ নির্বাচনী এলাকার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে লাঞ্ছিত ও মারধর করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ুমিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কয়েক হাজার নারী-পুরুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্টেশন এলাকায় এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেন। এ সময় সড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকে পড়ে। অপরদিকে বিক্ষোভ সমাবেশে যোগদান করতে আসা নেতা-কর্মী ও সমর্থকদের গাড়িবহরে এমপির সমর্থকদের হামলায় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদকে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, একজন এমপির কাছে এমন প্রত্যাশা দেবীদ্বারবাসী করেননি। এমপি রাজী ফখরুলের এ ন্যক্কারজনক কান্ডের প্রতিবাদে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। উল্লেখ্য, ১৬ জুলাই জাতীয় সংসদ ভবনের এলডি হলে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভায় একটি ইউনিয়ন কমিটির নাম ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল কর্তৃক লাঞ্ছিত ও মারধরের শিকার হন দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। ওই ঘটনার পর থেকে দেবীদ্বারের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। উভয়পক্ষের প্রতিবাদ, বিক্ষোভ মিছিল, সমাবেশ অব্যাহত আছে।

সর্বশেষ খবর