বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টগি সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাফওয়ান সোবহান বলেছেন, ‘বিশ্বে ডিজিটাল রেভল্যুশন বা প্রযুক্তিবিপ্লব চলছে। চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তিকেন্দ্রিক। এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে আমাদেরও এগিয়ে যাওয়ার সময়। প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশও। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের “ডিজিটাল স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে টগি সার্ভিসেস লিমিটেড (টিএসএল)।’ গতকাল বসুন্ধরা গ্রুপের প্রযুক্তিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান টগি সার্ভিসেস লিমিটেডের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় টগি সার্ভিসেস লিমিটেডের কার্যালয়ে কেক কেটে বর্ষপূর্তির অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এ সময় বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার, কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহাসহ টগি সার্ভিসেস ও বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়িক অংশীদার ও স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। সাফওয়ান সোবহান বলেন, ‘দেশের অর্থনীতি আরও গতিশীল করতে বৈশ্বিক প্রযুক্তিবিপ্লবের সঙ্গে আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে। মানসিক দক্ষতা ও ডিজিটাল পদ্ধতিকে প্রাধান্য দিয়ে অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তিগুলো কাজে লাগাতে হবে। আর আধুনিক নানা প্রযুক্তির সমাহার ঘটিয়ে শুরু থেকে টগি সার্ভিসেস দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আগামী দিনের প্রবৃদ্ধি আরও গতিশীল করতে আমরা পরিকল্পনা করেছি। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের পরিকল্পনা, টিমওয়ার্ক ও সবার সহযোগিতায় টগি সার্ভিসেস আগামী দিনে আরও দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাবে।’ অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার বলেন, ‘পঞ্চম বর্ষে পদার্পণে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে টগিকে অভিনন্দন। পাঁচ বছরের পথচলায় বাংলাদেশ কম্পিউটার সমিতি সব সময় টগির পাশে ছিল, আগামীতেও থাকবে। ডিজিটাল বাংলাদেশের সঙ্গেও সব সময় টগি ছিল, বসুন্ধরা গ্রুপ ছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন, সেখানে টগি সার্ভিসেস ও বসুন্ধরা গ্রুপ বড় ভূমিকা রাখবে বলে আমরা ধারণা করছি। আমরা আশা করি বসুন্ধরা গ্রুপ আইটি পণ্যকে মেড ইন বাংলাদেশে রূপান্তর করে বিশ্বজুড়ে ছড়িয়ে দেবে।’ অনুষ্ঠানে টগি সার্ভিসেস লিমিটেডের হেড অব অপারেশন উজ্জ্বল মোল্লা সবাইকে ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতায় অব্যাহত পথচলার আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ডিজিটাল রেভল্যুশন বাস্তবায়নের পথে অনেক চ্যালেঞ্জ আছে, যা অতিক্রম করে আমরা এ পর্যন্ত সফলতা অর্জন করেছি এবং আশা রাখি ভবিষ্যতে আরও দুর্দান্ত সব চমক উপহার দেব।’ অনুষ্ঠানে জানানো হয়- টগি সার্ভিসেস লিমিটেড বাংলাদেশের একটি নেতৃস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান যা ব্যবহারকারীর কম্পিউটিং ও প্রিন্টিং সলিউশন, ব্যবসায়িক অ্যাপ্লিকেশন এবং উদীয়মান প্রযুক্তি, আধুনিক কর্মক্ষেত্র, নিরাপত্তা ও অবকাঠামো সমাধান, ক্লাউড, আইএসপি এবং আইটি একাডেমি থেকে শুরু করে এন্টারপ্রাইজ সিস্টেম ও সমাধানের বৈচিত্র্যময় পণ্য এবং পরিষেবা বাজারজাত করে আসছে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে টগি সার্ভিসেস
-------- সাফওয়ান সোবহান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর