বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টগি সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাফওয়ান সোবহান বলেছেন, ‘বিশ্বে ডিজিটাল রেভল্যুশন বা প্রযুক্তিবিপ্লব চলছে। চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তিকেন্দ্রিক। এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে আমাদেরও এগিয়ে যাওয়ার সময়। প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশও। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের “ডিজিটাল স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে টগি সার্ভিসেস লিমিটেড (টিএসএল)।’ গতকাল বসুন্ধরা গ্রুপের প্রযুক্তিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান টগি সার্ভিসেস লিমিটেডের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় টগি সার্ভিসেস লিমিটেডের কার্যালয়ে কেক কেটে বর্ষপূর্তির অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এ সময় বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার, কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহাসহ টগি সার্ভিসেস ও বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়িক অংশীদার ও স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। সাফওয়ান সোবহান বলেন, ‘দেশের অর্থনীতি আরও গতিশীল করতে বৈশ্বিক প্রযুক্তিবিপ্লবের সঙ্গে আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে। মানসিক দক্ষতা ও ডিজিটাল পদ্ধতিকে প্রাধান্য দিয়ে অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তিগুলো কাজে লাগাতে হবে। আর আধুনিক নানা প্রযুক্তির সমাহার ঘটিয়ে শুরু থেকে টগি সার্ভিসেস দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আগামী দিনের প্রবৃদ্ধি আরও গতিশীল করতে আমরা পরিকল্পনা করেছি। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের পরিকল্পনা, টিমওয়ার্ক ও সবার সহযোগিতায় টগি সার্ভিসেস আগামী দিনে আরও দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাবে।’ অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার বলেন, ‘পঞ্চম বর্ষে পদার্পণে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে টগিকে অভিনন্দন। পাঁচ বছরের পথচলায় বাংলাদেশ কম্পিউটার সমিতি সব সময় টগির পাশে ছিল, আগামীতেও থাকবে। ডিজিটাল বাংলাদেশের সঙ্গেও সব সময় টগি ছিল, বসুন্ধরা গ্রুপ ছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন, সেখানে টগি সার্ভিসেস ও বসুন্ধরা গ্রুপ বড় ভূমিকা রাখবে বলে আমরা ধারণা করছি। আমরা আশা করি বসুন্ধরা গ্রুপ আইটি পণ্যকে মেড ইন বাংলাদেশে রূপান্তর করে বিশ্বজুড়ে ছড়িয়ে দেবে।’ অনুষ্ঠানে টগি সার্ভিসেস লিমিটেডের হেড অব অপারেশন উজ্জ্বল মোল্লা সবাইকে ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতায় অব্যাহত পথচলার আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ডিজিটাল রেভল্যুশন বাস্তবায়নের পথে অনেক চ্যালেঞ্জ আছে, যা অতিক্রম করে আমরা এ পর্যন্ত সফলতা অর্জন করেছি এবং আশা রাখি ভবিষ্যতে আরও দুর্দান্ত সব চমক উপহার দেব।’ অনুষ্ঠানে জানানো হয়- টগি সার্ভিসেস লিমিটেড বাংলাদেশের একটি নেতৃস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান যা ব্যবহারকারীর কম্পিউটিং ও প্রিন্টিং সলিউশন, ব্যবসায়িক অ্যাপ্লিকেশন এবং উদীয়মান প্রযুক্তি, আধুনিক কর্মক্ষেত্র, নিরাপত্তা ও অবকাঠামো সমাধান, ক্লাউড, আইএসপি এবং আইটি একাডেমি থেকে শুরু করে এন্টারপ্রাইজ সিস্টেম ও সমাধানের বৈচিত্র্যময় পণ্য এবং পরিষেবা বাজারজাত করে আসছে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা