বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গৃহকর প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহম্মদ আমির উদ্দিন বলেন, সিটি করপোরেশন আজ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। একদিকে তারা সরকারি টাকা লুটপাট করছে, অন্যদিকে হোল্ডিং ট্যাক্সের আপিলের নামে টাকা হাতিয়ে নিচ্ছে। বাড়িভাড়ার ওপর অন্যায্য গৃহকর প্রত্যাহার করা না হলে আগামী ২৩ সেপ্টেম্বর গণমিছিল থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে। গতকাল বিকালে নগরের দেওয়ানহাট সুপারিওয়ালা পাড়ায় স্থানীয় অধিবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. নুরুল আবছার, সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, সমন্বয়ক হাসান মারুফ রুমী, সংগঠনের অর্থসচিব হাজী সৈয়দ হোসেন, মুজিবুল হক, শ্রমিক নেতা সিদ্দিকুল ইসলাম, সংগঠক ইরফান উদ্দিন খালেদ, সাজ্জাদ হোসেন জাফর, মীর আক্তার হোসেন, সৈয়দ ইকবাল হোসেন বাবুল, হাজী মুসলিম উদ্দিন, মীর মো. শাহ আলম, সৈয়দ মাহবুব হাসান জনি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর