রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইবিতে পথনাটক জুতা আবিষ্কার

ইবি প্রতিনিধি

ইবিতে পথনাটক জুতা আবিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পথ নাটক ‘জুতা আবিষ্কার’ মঞ্চস্থ হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘জুতা আবিষ্কার’ কবিতা অবলম্বনে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি উাপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ দর্শনার্থীরা। বিশ্ববিদ্যালয় থিয়েটারের সহসভাপতি কৌশিক আহমেদের নির্দেশনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বদরুল আমিন, আবদুল মমিন নাহিদ, তাজনিয়া লাবণ্য, আদনান আলিম পাটোয়ারি, মাহির আল মুজাহিদ, মোনালিসা মুনা প্রমুখ। বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ বলেন, আমরা চাই নাটকের মাধ্যমে সমাজ থেকে যেন অনাসৃষ্টি দূরীভূত হয়।’ জুতা আবিষ্কার কবিতাটির কাহিনি সংক্ষেপ হলো ১৭ শতকের দিকে কঠোর তৈরি খড়ম ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় ছিল। সেই হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর তার কল্পনা মিশিয়ে ‘জুতা আবিষ্কার’ কবিতা লেখেন। তিনি কবিতায় বর্ণনা করেছেন, পথ হাঁটতে গিয়ে ধুলার অত্যাচারে রাজা হবুচন্দ্র ভীষণ অস্থির। একদিন মন্ত্রী গবুকে ডেকে হাঁটতে গিয়ে ধুলা না লাগার উপায় বের করতে বলেন। এক মন্ত্রী ও পন্ডিতরা সবাই অস্থির। কেউ সমাধান দিতে পারেননি। চামার এসে পাদুকা তৈরি করে সবাইকে রক্ষা করেন। তখন মন্ত্রী বলে ওঠেন, তার নিজের মাথার বুদ্ধি কীভাবে চামার জেনে ফেললেন? যা ছিল চরম মিথ্যাচার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর