শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শেষ দিনে উত্থানে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

শেষ দিনে উত্থানে শেয়ারবাজার

সপ্তাহের শেষ দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। এর আগে সপ্তাহের প্রথম তিন কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হয়।

ডিএসইতে লেনদেন শেষে ৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। দাম কমেছে ৮৫টির। ১৮৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫১২ পয়েন্টে উঠে এসেছে। সবকটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২১৬  কোটি ৯৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১১০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। ১ টাকা ৯০ পয়সা কমে ১৩৩ টাকা ২০ পয়সায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৯৯ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৭ কোটি ২৫ লাখ টাকা। লেনদেনে অংশ  নেওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দাম বেড়েছে। দাম কমেছে ৭৬টির এবং ১১১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর