শিরোনাম
বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ডাকাতি ঠেকাতে পুলিশের ফাঁদ

সিলেটে শীত মৌসুমে বাড়ে ডাকাতদের তৎপরতা, ১৫ দিনে ১৬ জন আটক

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

ডাকাতি ঠেকাতে পুলিশের ফাঁদ

শীত মৌসুমে সিলেটে বেড়ে যায় ডাকাতদের তৎপরতা। বিভাগজুড়ে প্রায়ই ঘটে ডাকাতির ঘটনা। ডাকাতি রোধে পুলিশকে হতে হয় গলদঘর্ম। এবার শীত শুরুর আগেই সিলেটে তৎপর হয়ে উঠেছে ডাকাতরা। বসে নেই পুলিশও। আগেভাগে তালিকা করে মাঠে নেমেছে তারা। ফাঁদ পেতে রাখা হয়েছে পুরো বিভাগে। এই ফাঁদে একের পর এক পা দিয়ে ফেঁসে যাচ্ছে ডাকাত দল। ডাকাতির আগেই তারা ধরা পড়ছে পুলিশের জালে। গেল ১৫ দিনে সিলেট বিভাগে চারটি অভিযান চালিয়ে ১৬ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। নস্যাৎ করে দিয়েছে তিনটি ডাকাতির ঘটনা। ডাকাতিরোধে পুরো শীতকাল পুলিশের বিশেষ সতর্কতা থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সিলেট ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট) মো. জেদান আল মুসা বলেন, ‘শীত মৌসুমে ডাকাতির ঘটনা বেড়ে যায়। তবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে শীত মৌসুম শুরুর আগেই ডাকাতদের অপতৎপরতা ঠেকাতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। এ ব্যাপারে বিভাগের প্রতিটি থানায় ইতোমধ্যে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। যার ফলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতদের ধরা সম্ভব হচ্ছে। ডাকাতিরোধে পুলিশ নানা রকম ফাঁদ পেতে রেখেছে। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় সূত্র জানায়, প্রতি বছর শীত মৌসুমে ডাকাতি বেড়ে যায়। তাই এবার ডাকাতিরোধে পুলিশ আগাম প্রস্তুতি নেয়।  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট বিভাগ ও পার্শ্ববর্তী জেলাগুলোর ডাকাত সদস্যদের একটি তালিকা তৈরি করা হয়। ওই ডাকাত সদস্যদের নজরদারিতে রাখা হয়। সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয় সব থানার ওসিকে। সাদা পোশাকে মাঠে নামানো হয় গোয়েন্দা পুলিশ সদস্যদের। এর ফলও পায় পুলিশ। গত দুই সপ্তাহে নিজস্ব সোর্স ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তিনটি অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালেই গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহার্য সরঞ্জামাদি। সর্বশেষ গত ১৬ অক্টোবর দিবাগত রাতে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন হাটখোলার পাইকরাজ গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় এক ডাকাতকে আটক করে পুলিশ। পালানোর সময় আরেকজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। গত ১৮ অক্টোবর মৌলভীবাজারের পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সড়কে ডাকাতির ঘটনায় ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত ১৩টি মোবাইল ফোন সেট, নগদ ৫৩ হাজার টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কয়েকটি ধারালো অস্ত্র ও ১টি হাতকড়া উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ১২ অক্টোবর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে পুলিশ। গত ২ অক্টোবর রাতে সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জেআইসি স্যুট গার্মেন্টসের পাশে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক করা হয় তিন ডাকাতকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর