ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে খুলনায় উপকূলীয় এলাকায় দেড় হাজারের বেশি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে ও মৎস্য ঘের ভেসে গেছে। তবে প্রাণহানি বা বেড়িবাঁধ ভেঙে কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রশাসন সূত্র জানায়, জেলার কয়রা, পাইকগাছা ও দাকোপে প্রায় ৮ হাজার মানুষ রাতে আশ্রয়কেন্দ্রে নির্ঘুম রাত কাটান। গতকাল সকালে তারা বাড়ি ফিরে যান। কয়রার হরিণখোলা, শাকবাড়িয়া, গাতিরঘেরি ও হরিপুর বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হরিণখোলা পয়েন্টে ৭০ মিটার, কপোতাক্ষ নদের পাড়ে শাকবাড়িয়ায় ৩ কিলোমিটার, গাতিরঘেরি ১০ মিটার ও হরিহরপুরে ১৫০ মিটার বাঁধে ফাটল দেখা দিয়েছে। সুতির বাজার সংলগ্ন এলজিইডি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের চাপে বাঁধ ভেঙে যে কোনো সময় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেন, সিত্রাংয়ের আঘাতে দাকোপে ৫৮১টি কাঁচাঘর ভেঙে পড়েছে। ভারী বৃষ্টিতে ফসলের মাঠে পানি জমেছে। কয়রায় ২৫০টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে, পল্লী বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে ও ৬০টি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। পাইকগাছায় ২০৭টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ঘূর্ণিঝড়ে ১১২টি ঘের কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইকগাছায় প্রায় ৭৫৫ বিঘা চিংড়ি ঘেরের ক্ষতি হয়েছে। প্রায় ১৭ হাজার ৯৪২ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবজি, সরিষা, পেঁপে কলাসহ বিভিন্ন রবিশস্য খেতে পানি জমে ফসলের ক্ষতি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি খুলনার জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, গ্রামাঞ্চলে বিদ্যুতের লাইনের ওপর গাছপালা ভেঙে পড়েছে। অনেক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। কয়েকটি খুঁটিও ভেঙেছে। সেগুলো চিহ্নিত করে বিদ্যুৎ সরবরাহ চালু করা হচ্ছে। পাউবো খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, জরুরি অবস্থা মোকাবিলায় জিও ব্যাগ মজুদ রাখা হয়েছে। কর্মকর্তারা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
উৎকণ্ঠা কাটেনি খুলনা উপকূলে
কাঁচাঘর বিধ্বস্ত, চিংড়ি ঘের ও ফসলের ক্ষতি ফাটল বেড়িবাঁধে
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর