ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে খুলনায় উপকূলীয় এলাকায় দেড় হাজারের বেশি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে ও মৎস্য ঘের ভেসে গেছে। তবে প্রাণহানি বা বেড়িবাঁধ ভেঙে কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রশাসন সূত্র জানায়, জেলার কয়রা, পাইকগাছা ও দাকোপে প্রায় ৮ হাজার মানুষ রাতে আশ্রয়কেন্দ্রে নির্ঘুম রাত কাটান। গতকাল সকালে তারা বাড়ি ফিরে যান। কয়রার হরিণখোলা, শাকবাড়িয়া, গাতিরঘেরি ও হরিপুর বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হরিণখোলা পয়েন্টে ৭০ মিটার, কপোতাক্ষ নদের পাড়ে শাকবাড়িয়ায় ৩ কিলোমিটার, গাতিরঘেরি ১০ মিটার ও হরিহরপুরে ১৫০ মিটার বাঁধে ফাটল দেখা দিয়েছে। সুতির বাজার সংলগ্ন এলজিইডি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের চাপে বাঁধ ভেঙে যে কোনো সময় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেন, সিত্রাংয়ের আঘাতে দাকোপে ৫৮১টি কাঁচাঘর ভেঙে পড়েছে। ভারী বৃষ্টিতে ফসলের মাঠে পানি জমেছে। কয়রায় ২৫০টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে, পল্লী বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে ও ৬০টি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। পাইকগাছায় ২০৭টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ঘূর্ণিঝড়ে ১১২টি ঘের কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইকগাছায় প্রায় ৭৫৫ বিঘা চিংড়ি ঘেরের ক্ষতি হয়েছে। প্রায় ১৭ হাজার ৯৪২ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবজি, সরিষা, পেঁপে কলাসহ বিভিন্ন রবিশস্য খেতে পানি জমে ফসলের ক্ষতি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি খুলনার জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, গ্রামাঞ্চলে বিদ্যুতের লাইনের ওপর গাছপালা ভেঙে পড়েছে। অনেক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। কয়েকটি খুঁটিও ভেঙেছে। সেগুলো চিহ্নিত করে বিদ্যুৎ সরবরাহ চালু করা হচ্ছে। পাউবো খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, জরুরি অবস্থা মোকাবিলায় জিও ব্যাগ মজুদ রাখা হয়েছে। কর্মকর্তারা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ