শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ পুরস্কারে সম্মানিত চার সাংবাদিক

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তামাকজনিত মৃত্যু ও ক্ষয়ক্ষতি কমাতে খসড়া আইন দ্রুত পাস করতে হবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার, ২০২২ বিতরণী অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। পুরস্কারে সম্মানিত হয়েছেন মানবজমিনের যুগ্মসম্পাদক শামীমুল হক, ডেইলি সানের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আল আমিন, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মোছাব্বের হোসেন ও দেশ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন। পুরস্কৃতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা, একটি সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানের যৌথ আয়োজক ‘ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডস (সিটিএফকে)-এর সহায়তায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর