সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কুষ্টিয়ার খোকসায় নৌকা প্রার্থীর এক কর্মী গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলা চেয়ারম্যান পদের উপনির্বাচনে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে নৌকা প্রার্থীর কর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এ সময় কায়েফ আলী (২০) নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাতে খোকসা পৌরসভা ভবন সড়কের যুবসংঘ ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কায়েফ পৌরসভার পাতেলডাঙি এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি পেশায় দিনমজুর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোকা প্রার্থীর সমর্থকরা জানান, পথসভা শেষে পাতেলডাঙি এলাকার কর্মীরা রাত ৯টার দিকে বাড়িতে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে কায়েফের বাম হাতের নিচে গুলি লাগে। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নৌকা ও ঘোড়া প্রতীকের সমর্থক-কর্মীদের মধ্যে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে নৌকা প্রার্থীর একজনকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর