রংপুর সিটি করপোরেশনের উন্নয়নবঞ্চিত বর্ধিত এলাকার ভোটারদের মাঝে ক্ষোভের সঞ্চার লক্ষ্য করা গেছে। এই ক্ষোভ ভোটের হাওয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেকেই মনে করছেন। নগরীর ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে ছিল সাবেক তামপাট ইউনিয়ন। ৩২ নম্বর ওয়ার্ডের আয়তন ১২ দশমিক ১ বর্গকিলোমিটার, জনসংখ্যা ২০ হাজারের ওপর। ৩৩ ওয়ার্ডের আয়তন ১৪ দশমিক ৫০ বর্গকিলোমিটার, এখানেও জনসংখ্যা ২০ হাজারের বেশি। সিটি করপোরেশন হওয়ার পর বর্ধিত এলাকা হিসেবে এটি যুক্ত হয়। এখানকার লোকজন মুখেই শুধু সিটি করপোরেশনের বাসিন্দা। বর্ধিত এলাকা হিসেবে অন্যান্য ওয়ার্ডের তুলনায় এখানে তেমন একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাঘাটের অবস্থা খারাপ। এলাকাবাসীর অভিযোগ, তারা ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত। তাদের এ বঞ্চনা ভোটের সময় প্রভাব ফেলতে পারে। গতকাল এ দুটি ওয়ার্ডের বাসিন্দার সঙ্গে কথা হলে তাদের সমস্যার কথা উঠে আসে। অনেকেই প্রকাশ করেছেন তাদের ক্ষোভ। ৩২ নম্বর ওয়ার্ডের বড় রংপুর এলাকার মোশারফ হোসেন, আলমগীর হোসেন, আফজাল হোসেনসহ কয়েকজনের সঙ্গে কথা হলে তারা অভিযোগ করে বলেন, আমরা নামেই শুধু সিটি করপোরেশন হয়েছি। পুরো ওয়ার্ডের অধিকাংশ রাস্তা এখনো কাঁচা। ড্রেনেজ ব্যবস্থা নেই। পানির কোনো সংযোগ তাদের কাছে কল্পনার বাইরে। বর্ষা এলে রাস্তা দিয়ে চলাচল দুষ্কর হয়ে পড়ে। শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে হাতেগোনা। ফলে অন্য এলাকাগুলোর চেয়ে এখানে লেখাপড়ার হার অনেক কম। ৩৩ নম্বর ওয়ার্ডের আবীর হোসেন, হাসেম আলী, মকবুল হোসেনসহ অনেকেই ৩২ নম্বর ওয়ার্ডবাসীর মতো অভিযোগ করছেন। তারা বলেন, ইউনিয়ন পরিষদ থাকা অবস্থায় এখানকার দরিদ্র্য মানুষ ভিজিএফ, ভিজিটিসহ সরকারি সুযোগ-সুবিধা পেত। কিন্তু সিটি করপোরেশন হওয়ার পর তাও বন্ধ হয়ে গেছে। ফলে দরিদ্র্য মানুষ আরও বেকায়দায় রয়েছে। ওইসব ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, যাদের দ্বারা এলাকায় উন্নয়ন হবে এমন প্রার্থীই তারা বেছে নেবেন।
জাতীয় পার্টির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এ কে এম আবদুর রউফ মানিক; ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সভাপতি আমিরুজ্জামান পিয়াল; মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মজিদ; মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন; জামায়াতের সাবেক জেলা আমির মাহবুবার রহমান বেলাল; জাকের পার্টির নেতা খোরশেদ আলম ও ব্যবসায়ী মেহেদী হাসান বনি।