বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ডিএসইতে সূচক বেড়েছে কমেছে সিএসইতে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমেছে। দুই বাজারে মূল্যসূচকের দুই চিত্র দেখা গেলেও উভয় বাজারেই লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৬৩ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। দাম কমেছে ১৪টির। আর ২৪০টির দাম অপরবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কমেছে। দিনভর ডিএসইতে  লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৩ লাখ টাকা। আগের দিন  লেনদেন হয় ৪১৬ কোটি ৭৫ লাখ টাকা। সে হিসেবে  লেনদেন কমেছে ৮২ কোটি ৭২ লাখ টাকা। বাজারটিতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ পয়সা বেড়ে ৯০ টাকা ৬০ পয়সায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের। দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মার ১৮ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

 ১৫ কোটি ৩৬ লাখ টাকার  শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১০ কোটি ২ লাখ টাকা।  লেনদেন অংশ নেওয়া ১৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দাম বেড়েছে। দাম কমেছে ২৬টির এবং ৮২টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর