রাজধানীতে ওলামা মাশায়েখ সম্মেলনে অরাজনৈতিক সংগঠনের দাবিদার হেফাজতে ইসলাম বাংলাদেশ সাত দফা দাবি এবং তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে আয়োজিত সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য শীর্ষ আলেম ওলামা ও নেতা-কর্মী অংশ নেন। সম্মেলনে হেফাজতের নেতা মাওলানা মামুনুল হকসহ নেতা-কর্মীদের দ্রুত মুক্তি দাবি করা হয়। হেফাজতের সাবেক আমির মকবুল শাহ আহমদ শফী ঘোষিত ১৩ দফা দাবি বাস্তবায়ন ও আলেম ওলামাদের মুক্তি, শিক্ষা কারিকুলামে ধর্ম শিক্ষার পরীক্ষা বাধ্যতামূলক করাসহ বিভিন্ন দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। সংগঠনের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, কেন্দ্রীয় নেতা আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া, আল্লামা আতাউল্লাহ হাফেজি প্রমুখ।