রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পাল তুলতে কেন্দ্রীয় তিন নেতা রংপুরে অবস্থান করছেন। নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কেন্দ্রীয় নেতারা মনে করছেন এবার রংপুরবাসী মেয়র হিসেবে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন। তবে বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন বিশ্লেষক কারও কারও মতে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বিদ্রোহী প্রার্থী ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে নৌকা মার্কা প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত কুমার নন্দি শনিবার থেকে রংপুরে অবস্থান করছেন। তারা আরও ৩-৪ থাকবেন। শনিবার রাতে তারা নগরীর ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালান। প্রচারণাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সারা দেশের মতো রংপুরেও উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারাবাহিকতায় রংপুর বিভাগ, সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়, ছয় লেন সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব খাতেই উন্নয়ন করেছেন। শুধু রংপুর সিটি করপোরেশনে নৌকার প্রতিনিধি না থাকায় কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। এবার নৌকা মার্কা বিজয়ী হলে প্রত্যাশিত উন্নয়ন সম্ভব হবে। মনোনয়নপ্রত্যাশীরা বিভিন্ন সভা-সমাবেশ করে জনগণের কাছে নিজেদের মেয়র প্রার্থী হিসেবে তুলে ধরেছেন। এসব নেতার সবারই আশা ছিল তাদের মধ্যে কেউ মনোনয়ন পাবেন। কিন্তু দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কার প্রার্থী হিসেবে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে মনোনয়ন দেন। ফলে মনোনয়নবঞ্চিতদের অনেকেরই মাঝে গাছাড়া ভাব লক্ষ্য করা যায়। এই নেতাদের মনোবল চাঙা ও কর্মীদের মাঠ পর্যায়ে কাজে নামানোর অনুপ্রেরণা দিতেই কেন্দ্রীয় নেতারা রংপুরে এসেছেন। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি মার্কা নিয়ে নির্বাচনে লড়ছেন। বিদ্রোহী এই প্রার্থীকে নিয়েও দলের মধ্যে অস্বস্তি রয়েছে। আওয়ামী লীগের একটি পক্ষ মিলনকে নীরব সমর্থন দিয়ে যাচ্ছেন। এদিকে পোস্টার ছেঁড়া ও অপসারণের অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। তিনি গতকাল দুপুরে তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের কাছে লাঙল প্রতীকের মেয়র প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ করেন। তবে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা অভিযোগ অস্বীকার করেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কয়েকদিন রংপুরে থাকবেন।
শিরোনাম
- সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- অস্ট্রেলীয় সাংবাদিকের যে প্রশ্নে চটে গেলেন ট্রাম্প (ভিডিও)
- ফেনীতে ডিপ্লোমা প্রকৌশলীদের এক ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ
- কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা
- শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের
- দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে: দুদু
- জবি উপাচার্যসহ পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের
- সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ তিনজন গ্রেফতার
- ফেনীতে যুবককে পিটিয়ে হত্যার শাস্তির দাবিতে বিক্ষোভ
- বিশ্ব র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য শাবিপ্রবির চার পদক্ষেপ
- যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল মিললো মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ
- ঝিনাইদহে মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২
- জুলাই সনদ বাস্তবায়নে ২১ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন
- শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
- দোহায় হামলা চালানোয় নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি কাতারের
- ভাগ্নের বিরুদ্ধে মামাকে পিটিয়ে-কুপিয়ে হত্যার অভিযোগ
- চাকসু নির্বাচন: ছাত্রদলের আবেদনে মনোনয়নের সময় একদিন বাড়াল কমিশন
- ইউক্রেনে প্রথমবারের মতো অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প
- নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার
- দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ও সড়ক অবরোধ