সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বরিশালে পুলিশের ৯২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশালে পুলিশের ৯২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। গতকাল দুপুরে জেলা পুলিশ লাইনসের নিজস্ব হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পুলিশের ৯২ জন মুক্তিযোদ্ধাকে ফুল এবং শুভেচ্ছা স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়। জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এবং মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। এ ছাড়া নগরীর গণ্যমান্য ব্যক্তি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর