শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

একাত্তরের যুদ্ধ সন্তানদের স্বীকৃতির দাবি নারীপক্ষের

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতাযুদ্ধ চলাকালে ধর্ষণের শিকার নারীদের হওয়া সন্তানদের রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে নারীপক্ষ। গতকাল নারীপক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।  সম্মেলনে নারীপক্ষের সমন্বয়ক নূরে মাকসুদা  সেঁজুতি জানান, স্বাধীনতাপরবর্তী বাংলাদেশে অবহেলিত হওয়া যুদ্ধ সন্তানদের পরিবার সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। বেশিরভাগ ক্ষেত্রে অনাহূত সন্তানদের মাকে পরিবার ও সমাজ প্রত্যাখ্যান করেছে। কিছু সন্তান দত্তক হয়ে বিদেশে আছে।  বেশি সংখ্যক যুদ্ধ সন্তানই দেশে নিগৃহীত ও নিপীড়িত জীবনযাপনে বাধ্য হয়েছে। ব্যক্তি মর্যাদা সমুন্নত রেখে ও গোপনীয়তা রক্ষা করে তাদের জন্ম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারীপক্ষ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

স্বাধীনতার ৫১ বছর পরও যুদ্ধ সন্তানদের নিজ দেশে রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার বিষয়টি উল্লেখ করে নূরে মাকসুদা সেঁজুতি বলেন, আমাদের লক্ষ্য হলো  দেশে-বিদেশে অবস্থানরত সব যুদ্ধ সন্তানকে নিঃশর্তভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান ও সমাজে সম্মানসূচক অবস্থানে স্থাপন করার মাধ্যমে তাদের প্রতি গত ৫১ বছরের রাষ্ট্রীয় অবহেলার অবসান ঘটানো। এই লক্ষ্য অর্জনে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা ব্যক্তি ও সংগঠনকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে নারীপক্ষ। নারীপক্ষের এই উদ্যোগে সংহতি জানিয়ে সংবাদ সম্মেলনে ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, নাগরিক উদ্যোগ, নারীগ্রন্থ প্রবর্তনা, দুর্বার নেটওয়ার্ক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর