বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রংপুরে প্রস্তুত হচ্ছে হাইটেক পার্ক

কর্মসংস্থান হবে ৫ হাজার মানুষের

নজরুল মৃধা, রংপুর

রংপুরে তথ্য-প্রযুক্তির দুয়ার খুলতে প্রস্তুত হচ্ছে হাইটেক পার্ক। চলছে কর্মযজ্ঞ। হাইটেক পার্কটি চালু হলে এ অঞ্চলে অর্থনীতির গতি আসার সঙ্গে সঙ্গে এই প্রকল্পে কর্মসংস্থান হবে ৫ হাজার মানুষের। প্রকল্প সূত্রে জানা গেছে, রংপুর নগরীর ৯ নম্বর ওয়ার্ডের খলিশাকুড়ি এলাকায় প্রায় ৯ একর জমিতে এই হাইটেক পার্ক নির্মাণ হচ্ছে। মাটি ভরাটসহ সাত তলা ভবনের পাইলিং চলছে। পার্ক নির্মাণে প্রায় ১৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে একটি সাত তলা, একটি তিন তলা ভবন নির্মাণ হবে। এ ছাড়া আড়াইশ আসনের একটি সিনেপ্লেক্স করা হবে। ২০২৪ সালের জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে তথ্য-প্রযুক্তিতে পিছিয়ে থাকা রংপুরে এক নতুন দিগন্তের সূচনা হবে। এখানে ৫ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে। অত্যাধুনিক এই তথ্য-প্রযুক্তি কেন্দ্রটিকে ঘিরে এখানকার মানুষের আগ্রহ বাড়ছে। এই পার্কে তথ্য-প্রযুক্তি অর্থাৎ আইটি সংক্রান্ত সব কাজ করা যাবে। আইটি খাতে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ সব ধরনের সুযোগ-সুবিধা এখানে তৈরি হবে। তৈরি হবে প্রযুক্তিপণ্য। হাইটেক পার্কে নিজস্ব সফটওয়ার দিয়ে চালানো যাবে ব্যাংক, বীমা, শিল্প-কারখানা, অফিস-আদালতসহ অন্যান্য প্রতিষ্ঠান। এখানে তৈরি হবে সফটওয়ার ও হার্ডওয়ার। প্রাক্তন পৌর চেয়ারম্যান ও জেলা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি কাজী মো. জুননুন বলেন, রংপুরে হাইটেক পার্ক বাস্তবায়ন হলে এই অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আসবে। রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় রংপুরে হাইকেট পার্ক হচ্ছে। তথ্য-প্রযুক্তিতে এগিয়ে যাওয়া মানেই অর্থনৈতিক উন্নতি। হাইটেক পার্ক আমাদের জন্য অর্থনীতির একটি চালিকাশক্তি হিসেবে পরিণত হবে।

হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক বলেন, সাত তলা ভবনের পাইলিংয়ের কাজ চলছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব। এখানকার সবকিছুই হবে অত্যাধুনিক। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। গত বছরের ২৬ মে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে এই পার্কের নির্মাণকাজের উদ্বোধন করেন। উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ এপ্রিল সারা দেশে জেলা পর্যায়ে ১২টি হাইটেক পার্ক প্রকল্পের জন্য ১ হাজার ৮০০ কোটি টাকা অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে রংপুর রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর