শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বরিশাল শেরেবাংলা মেডিকেল

চিকিৎসার সার্বিক চিত্রে অসন্তোষ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সার্বিক চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সকালে হাসপাতালের বর্ধিত আড়াইশ’ শয্যা ভবনে নতুন স্থানান্তরিত মেডিসিন ওয়ার্ড এবং পুরনো ভবনে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, হাসপাতাল ঘুরে যে চিত্র দেখলাম, তা খুব ভালো মনে হলো না। রোগী অনেক বেশি। ফ্লোরে পা ফেলার জায়গা নেই। বর্ধিত ভবনে মেডিসিন ওয়ার্ড স্থানান্তরের পরও সেখানে করিডোর ও বারান্দায় রোগী। পুরনো ভবনের ফ্লোরেও অনেক রোগী। তারা যেভাবে চিকিৎসা নিচ্ছে সেটা সরকারের কাক্সিক্ষত নয়। তিনি বলেন, সরকার চায় দেশের প্রত্যেক রোগী বেডে থেকে সম্মানে চিকিৎসা নেবে। এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। শেরেবাংলা মেডিকেলের ভবন ৫৫ থেকে ৬০ বছরের পুরনো। এখানে নতুন অবকাঠামো হওয়া প্রয়োজন। বরিশালসহ ৮ বিভাগীয় শহরের প্রধান হাসপাতালগুলোতে এক হাজার করে শয্যা বাড়ানোর চিন্তা করা হচ্ছে। তবে এতেও সংকুলান হবে না বলে আশঙ্কা মন্ত্রীর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর