শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গ্যাসের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ আরও বাড়াবে : বাম জোট

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের মূল্য আরেক দফা বৃদ্ধি অযৌক্তিক ও গণবিরোধী দাবি করে এতে জনদুর্ভোগ আরও বাড়বে বলে মন্তব্য করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল এক যুক্ত বিবৃতিতে জোট নেতারা বলেন, সাত দিন আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার, এবারে গ্যাসের দাম বাড়াল। এতে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে। তখন আবার বিদ্যুতের দাম বাড়াবে। এভাবে চক্রবৃদ্ধি আকারে জ্বালানির দাম বাড়িয়ে সরকার সব পণ্যের দাম বৃদ্ধি করে জনগণের বেঁচে থাকাকেই দায় করে তুলছে। বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ এ বিবৃতি দেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর