শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

সাময়িক সনদের মেয়াদ উত্তীর্ণ ও নির্ধারিত সময়সীমার মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হতে পারেনি এমন ১৮ বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিজ্ঞপ্তিতে ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করতে বলা হয়েছে। এ ছাড়া ছয়টি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে যেতে চলতি বছরের মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। গতকাল গণমাধ্যমে এ বিজ্ঞপ্তি পাঠায় ইউজিসি। গণবিজ্ঞপ্তিতে বলা হয়- প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটিসহ চারটি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরিত না করা পর্যন্ত সব প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর