শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলীর ফিশারি ঘাট এলাকায় নদীর তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে নতুনভাবে গড়ে ওঠা আটটি পাকা স্থাপনা ও দুটি ঝুপড়ি ঘর ভেঙে উচ্ছেদ করে নদীর তীর দখলমুক্ত করা হয়েছে। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং ও বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমা এ অভিযান পরিচালনা করেন। জামিউল হিকমা বলেন, অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে কেউ কোন রকম বাধা দেয়নি। নদীর তীরে অবৈধ দখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। নদ-নদীর পাড় জনগণের সম্পত্তি। নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য অভিযান অব্যাহত থাকবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর