শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রক্তনালির রোগে ভুগছেন প্রাপ্তবয়স্কদের ৩০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

রক্তনালির রোগে ভুগছেন প্রাপ্তবয়স্কদের ৩০ শতাংশ

দেশে ২০ কোটি মানুষের মধ্যে ১০ কোটি প্রাপ্তবয়স্ক। যাদের ৩০ শতাংশ অর্থাৎ ৩ কোটি ভেরিকোস ভেইন বা আঁকা-বাঁকা শিরা (রক্তনালি) রোগে ভুগছেন। তাদের ১ শতাংশ অর্থাৎ ৩ লাখ সিস্টেমেটিক ভেরিকোসে আক্রান্ত। সময়মতো রোগ শনাক্ত না হওয়া এবং চিকিৎসা    অবহেলায় হাত-পা বিকল হয়ে অনেকে অকালে পঙ্গুত্ববরণ করছেন।

বৃহস্পতিবার রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের মাল্টিপারপাস মিলনায়তনে আয়োজিত ‘অ্যাডভান্সড ম্যানেজমেন্ট অব ভেরিকোস ভেইন’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য জানানো হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এম মহিবুল আজিজের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর (হাসপাতাল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ওয়ালীউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা ডা. ক্যাপ্টেন সিতারা বেগম (বীরপ্রতীক)। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভাস্কুলার সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নরেশ মন্ডল। সেমিনারে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি ছিলেন ভাস্কুলার সার্জন ও বীর মুক্তিযোদ্ধা ডা. এম আবিদুর রহমান। সেমিনারে আলোচনা করেন মেডিকেল কলেজের ভাস্কুলার সার্জারি   বিভাগের প্রধান অধ্যাপক ডা. জি এম মকবুল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. এ কে এম জিয়াউল হক।

সেমিনারে বিশেষজ্ঞরা জানান, ভেরিকোস ভেইন রক্তনালির একটি সাধারণ রোগ। এ সমস্যায়   আক্রান্ত ব্যক্তির পায়ের শিরাগুলো চামড়ার নিচে ফুলে ওঠে। বাইরে থেকে আঁকা-বাঁকা মনে হয়। প্রাথমিক অবস্থায় চিকিৎসা না নিলে আক্রান্ত স্থানের চারপাশ কালো হওয়া, আক্রান্ত স্থানে আলসার, পায়ের চামড়া শক্ত হওয়া, আকস্মিক রক্তপাত, রক্তনালি বন্ধ বা থমব্রোসিস সমস্যা হতে পারে। পরে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হয়। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপতালে রোগটির চিকিৎসা কাটাছেঁড়া ছাড়াই লেজার, আরএফএ, ভেনাসিল থেরাপির মাধ্যমে করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর