শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিরিয়ায় ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য সিরিয়ায় ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ। আইএসপিআর জানায়, সরকার বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০ জে পরিবহন বিমানযোগে সিরিয়ায় ত্রাণ এবং চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে। ত্রাণ সহায়তার জন্য বড় তাঁবু, ছোট তাঁবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার এবং ওষুধ পাঠানো হয়। এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ। এই ত্রাণ কার্যক্রম পরিচালনায় ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে পরিবহন বিমানটি বাংলাদেশ হতে গতকাল রাতে সিরিয়া গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর