শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রমেক হাসপাতালে কাক্সিক্ষত সেবা নিশ্চিত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রমেক হাসপাতালে কাক্সিক্ষত সেবা নিশ্চিত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো সিন্ডিকেট থাকবে না। কিছু অব্যবস্থাপনা দূর করতে এখানে পরিচালক, ডাক্তার, নার্স, কর্মকর্তাদের বদলি করা হয়েছে। যারা সেবা দিতে পারবে না কিংবা হাসপাতালের কার্যক্রম বাধাগ্রস্ত করবে তাদের রাখা হবে না। এখানে মানুষ যেন তাদের কাক্সিক্ষত সেবা পায় তা নিশ্চিত করা হবে। গতকাল দুপুরে রংপুর নগরীতে ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজারের বেশি শয্যা রয়েছে, অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। এর পরও কেন মানুষ সেবা পাবে না তা খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনে এসেছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রংপুর হলো প্রধানমন্ত্রী ও স্পিকারের এলাকা। তাই রংপুরের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে তাদের বিশেষ নজর রয়েছে।

 দুই বছর আগেই ১০০ শয্যার রংপুর শিশু হাসপাতালের কাজ শেষ হয়েছিল। দেশে করোনার প্রকোপ বাড়লে সেটিকে করোনা হাসপাতাল করা হয়। করোনার প্রকোপ এখন নেই বললেই চলে। তাই এ হাসপাতালটি শিশু হাসপাতাল হিসেবে উদ্বোধন করা হলো। এ হাসপাতালে রংপুর বিভাগ ও আশপাশ জেলার মা ও শিশুরা চিকিৎসা নিতে পারবে। এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এ বি এম আবু হানিফ, উপপরিচালক ডা. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জন ডা. শামীম আহমেদ, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর