সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রুমিন ফারহানার ছেড়ে দেওয়া আসনে এমপি হচ্ছেন আফরোজা হক রীনা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেত্রী রুমিন ফারহানার ছেড়ে দেওয়া সংরক্ষিত নারী আসনে এবার এমপি হচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হক রীনা। তিনি জাসদের সহসভাপতি ও জাতীয় নারী জোটের সভাপতি। সংরক্ষিত নারী আসনের জন্য সংসদে ৬ জন এমপি থাকা প্রয়োজন। জাসদের আছে তিনটি আসন। আগে ছিল দুটি। সম্প্রতি বগুড়ার একটি আসনে জাসদের প্রার্থী বিজয়ী হওয়ার মধ্যে আসন সংখ্যা দাঁড়িয়েছে তিনটি। জাসদের সংরক্ষিত নারী আসনের জন্য ইতোমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এ বিষয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। সংরক্ষিত একটি আসন জাসদকে ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। পরে জাসদের পক্ষ থেকে আফরোজা হক রীনাকে  মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর