শিরোনাম
সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নিন

-খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ ও  সবার অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতির বক্তৃতায় সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, মানুষ মহাকষ্টে আছে। মানুষের কথা ভাবুন। মানুষকে বাঁচতে দিন। তিনি আরও বলেন- ‘মানুষ নিরপেক্ষ, স্বচ্ছ ও সবার অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ দেখতে চায়। সরকার ও নির্বাচন কমিশনকে এ ব্যাপারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক ও আলেমদের মুক্তিসহ ১০ দফা বাস্তবায়ন দাবিতে ১১ মার্চ ঢাকায় জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন করার জন্য আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর