শিরোনাম
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তিন অর্থনীতিবিদ সম্পাদিত গ্রন্থের প্রকাশনা উৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খলীকুজ্জমান আহমদ, ড. মোয়াজ্জেম হোসেন ও ড. মাজহারুল ইসলাম রানা সম্পাদিত ‘টুয়ার্ডস এ সাসটেইনেবল ইকোনমি : দি কেস অব বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং গ্রিন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়া বক্তৃতা রাখেন গ্রন্থের অন্যতম সম্পাদক ড. মোয়াজ্জেম হোসেন ও ড. মাজহারুল ইসলাম রানা। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই গ্রন্থে বাংলাদেশের বৈপ্লবিক উন্নয়নের বিভিন্ন ধারা, উন্নয়নের পথপরিক্রমা, উদ্ভাবন ও চ্যালেঞ্জগুলো চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে গ্রন্থটি সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই গ্রন্থের মাধ্যমে দেশের নীতিনির্ধারক, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর